ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

জয়ের ধারায় চিলি-উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
জয়ের ধারায় চিলি-উরুগুয়ে ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা দুই ম্যাচে জয় পেল চিলি ও উরুগুয়ে। গোল উৎসবের ম্যাচে পেরুকে ৪-৩ গোলে হারায় কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি।

চিলির হয়ে জোড়া গোল করেন আলেক্সিস সানচেজ ও এদু বার্গাস। অপর ম্যাচে কলম্বিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করে উরুগুয়ে।

এর আগে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্ব মিশন শুরু করে চিলি। আর বলিভিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পায় উরুগুয়ে।

বুধবার (১৪ অক্টোবর) ঘরের মাঠে প্রথমার্ধেই দশজনের দলে পরিণত হয় পেরু। ২৩ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার ক্রিস্টিয়ান কুয়েভা। তার আগেই ১-১ সমতায় থাকে দু’দল। সাত মিনিটে সানচেজের গোলে লিড নেয় চিলি। এর তিন মিনিট পরই স্বাগতিকদের সমতায় ফেরান স্ট্রাইকার জেফারসন।

জেফারসনের জোড়া গোলের সুবাদে ৩৬ মিনিটে লিড নেয় পেরু। তবে ৪১ মিনিটে বার্গাসের গোলে ম্যাচে আবারো সমতা আসে। এর তিন মিনিট পরই মিডফিল্ডার মার্সেলো ডায়াজের অ্যাসিস্টে জোড়া গোল পূরণ করেন সানচেজ। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে স্কোরলাইন ৪-২ করে সানচেজের পাশে নাম লেখান ২৫ বছর বয়সী উইঙ্গার বার্গাস। ইনজুরি সময়ে পেরুর হয়ে তৃতীয় গোলটি করেন স্ট্রাইকার পাওলো গুয়েরেরো।

অপর ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে দাপুটে জয় পায় উরুগুয়ে। ঘরের মাঠ সেন্টানারিও স্টেডিয়ামে ডিফেন্ডার দিয়েগো গোডিনের গোলে ৩৪ মিনিটে লিড নেয় স্বাগতিকরা। ৫১ মিনিটে লিড দ্বিগুন করেন তরুণ স্ট্রাইকার দিয়েগো রোল্যান। ম্যাচ ফিরতে বেশ কয়েকটি সুযোগ পেলেও তা হাতছাড়া করেন ফ্যালকাও-কুয়াদরাদো-কার্লোস বাক্কারা।

নির্ধারিত সময়ের দুই মিনিট আগে কলম্বিয়ার জালে বল পাঠান বদলি হিসেবে নামা আবেল হার্নান্দেজ। ইনজুরি সময়ের শেষ মিনিটে হুয়ান কুয়াদরাদো সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় কলম্বিয়া। ম্যাচ শেষে উরুগুয়ের উচ্ছ্বাসে ঢাকা পড়ে কলম্বিয়ানদের হতাশা।

এদিকে, আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে জয়ের ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচেও ধরে রেখেছে ইকুয়েডর। বলিভিয়াকে তারা সমান ব্যবধানে পরাজিত করে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।