ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

নেত্রকোনায় কাবাডি প্রতিযোগিতা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
নেত্রকোনায় কাবাডি প্রতিযোগিতা শুরু

নেত্রকোনা: নেত্রকোনায় চার দিনব্যাপী আইজিপি কাপ আন্ত‍ঃজেলা অনূর্ধ্ব-২১ যুব কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পৌর শহরের মোক্তারপাড়া মাঠে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ও পদাধিকারবলে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. তরুণ কান্তি শিকদার।



জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার ও পদাধিকারবলে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জয়দেব চৌধুরী।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাংলানিউজকে জানান, উদ্বোধনী খেলায় প্রথম পর্বে খালিয়াজুরী, বারহাট্টা, মদন, কেন্দুয়া, সদর উপজেলা, পূর্বধলা, দুর্গাপুর, কলমাকান্দা, আটপাড়া ও মোহনগঞ্জ উপজেলার দলগুলো অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।