ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

নতুন চাকুরিতে লিভারপুলের সাবেক কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
নতুন চাকুরিতে লিভারপুলের সাবেক কোচ ছবি : সংগৃহীত

ঢাকা: ব্রেন্ডন রজার্সকে কোচের পদ থেকে বরখাস্ত করার ১১ দিন পর নতুন চাকুরি পেয়ে গেছেন ইংলিশ ক্লাব লিভারপুলের সাবেক এ কোচ। গত ০৪ অক্টোবর রজার্সকে বরখাস্ত করে অল রেডসরা।



কাতার ভিত্তিক একটি টেলিভিশন চ্যানেলে ফুটবলের ধারাভাষ্যকার হিসেবে রজার্সকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা যায়।

এভারটনের বিপক্ষে লিভারপুল ১-১ গোলে ড্র করার ঘণ্টাখানেক পরেই এক বিবৃতিতে রজার্সের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে ইংলিশ জায়ান্টরা। রজার্সের উত্তরসূরি হিসেবে লিভারপুল দলে ভেড়ায় বরুশিয়া ডর্টমুন্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ানো ইয়ুর্গেন ক্লপকে।

চলতি মৌসুমে রজার্সের অধীনে আট ম্যাচ খেলে লিভারপুল তিনটি জয়ের বিপরীতে তিনটিতে ড্র ও দুই ম্যাচে হার মানে। তার দায়িত্বে ইউরোপা লিগেও স্বরুপে ছিলনা অল রেডসরা। সব মিলিয়ে ১৮ বারের লিগ চ্যাম্পিয়নদের হতাশাজনক পারফরম্যান্সের জের ধরেই ক্লাব কর্তৃপক্ষ রজার্সকে বরখাস্ত করে।

২০১২ সালে লিভারপুলের কোচের দায়িত্ব নেন রজার্স। কিন্তু, অল রেডসদের একটি শিরোপাও এনে দিতে পারেননি এ আইরিশ কোচ। তার একমাত্র সাফল্য ছিল গত বছর লিগ রানার্সআপ হওয়া।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।