ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

নেপালের অধিনায়ক, ডেপুটি গ্রেফতার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
নেপালের অধিনায়ক, ডেপুটি গ্রেফতার ছবি : সংগৃহীত

ঢাকা: পাঁচ ফুটবলারকে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। অবাক করার মতো বিষয় হলো, পাঁচ ফুটবলারের মাঝে বর্তমান দলের অধিনায়ক এবং সহ-অধিনায়ক রয়েছেন।

দু’জন সাবেক ফুটবলারও রয়েছেন গ্রেফতারকৃতদের তালিকায়।

কাঠমান্ডু থেকে পাঁচ ফুটবলারকে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়।

দেশটির মেট্রোপলিটন পুলিশের ক্রাইম বিভাগ থেকে জানানো হয়, জাতীয় দলের বর্তমান অধিনায়ক সাগর থাপা, সহ-অধিনায়ক স্বন্দিপ রাই, গোলরক্ষক রিতেশ থাপাকে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে জাতীয় দলের সাবেক ডিফেন্ডার বিকাশ সিং ছেত্রী এবং অঞ্জন কুমারকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত ফুটবলারদের বিরুদ্ধে ২০০৮ সালের পর থেকে বিভিন্ন সময়ে ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ।

মেট্রোপলিটন পুলিশের এসএসপি সার্বেন্দ্র খানাল জানান, যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট প্রাথমিক তদন্তের পর দেখা যায়, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় যে ম্যাচ গড়াপেটা হয়েছিল তার সঙ্গে এদের লিংক রয়েছে। তাদের সঙ্গে বিভিন্ন দেশের বুকি ও ফিক্সারদের যোগাযোগ ছিল।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।