ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

শুরু হলো জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৫

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
শুরু হলো জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৫ ছবি: সংগৃহীত

ঢাকা: সাইফ পাওয়ার টেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ‘সাইফ পাওয়ারটেক ৪১তম জাতীয় ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপের’ খেলা বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের দুই সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর ইসলাম ও মোঃ মোকাদ্দেছ হোসাইন এবং সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক এ ইভেন্টের উদ্বোধন করেন।

এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের দুই যুগ্ম-সম্পাদক মোরসালিন আহমেদ ও শামীম খান এবং কার্যনির্বাহী সদস্যা সাহারা বানু উপস্থিত ছিলেন।

দুইজন আন্তর্জাতিক মাস্টার, একজন আন্তর্জাতিক মহিলা মাস্টার, ১০জন ফিদে মাস্টারসহ ৬২টি জেলা, ৪টি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ নৌবাহিনী, তিতাস গ্যাস, ফায়ার-সার্ভিস ও ঢাকা শহরের বাছাইকৃত ১৬ জনসহ ১৩২জন খেলোয়াড় এবারের সাইফ পাওয়ারটেক ৪১তম জাতীয় ‘বি’ দাবায় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ১১৪ জন রেটিংপ্রাপ্ত দাবা খেলোয়াড় রয়েছেন।

প্রথম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন আবু রেজাকে, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল নাসির উদ্দিন অপুকে, ফিদে মাস্টার মেহেদী হাসান প্রতাপ রানাকে, ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী মোঃ জয়নাল আবেদীনকে, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন রানা চৌধুরীকে, ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদ আনোয়ার হোসেন দুলালকে পরাজিত করেন।

এ ইভেন্টের খেলা ১১ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং শীর্ষস্থান প্রাপ্ত ৯জন খেলোয়াড় জাতীয় ‘এ’ দাবায় অংশগ্রহণের সুযোগ পাবেন। দেশের ৫ গ্র্যান্ড মাস্টার জাতীয় চ্যাম্পিয়ন জিয়াউর রহমান, নিয়াজ মোরেশদ, মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন ও রিফাত বিন সাত্তারকে সরাসরি জাতীয় ‘এ’ দাবায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হবে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।