ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

রিয়াল কিংবদন্তি রাউলের অবসর ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
রিয়াল কিংবদন্তি রাউলের অবসর ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা: নিউইয়র্ক কসমসের হয়ে চলতি মৌসুম শেষেই ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন সাবেক রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রাউল গঞ্জালেস। আসছে নভেম্বরে দক্ষিণ আমেরিকান সকার লিগের ২০১৫ মৌসুমের পর্দা নামবে।

তাই অচিরেই বুটজোড়া তুলে রাখতে যাচ্ছেন ৩৮ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার।

এক বিবৃতিতে নিউইয়র্ক কসমস ক্লাব কর্তৃপক্ষ রাউলের অবসরের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে।

১৯৯৪ সালে রিয়াল মাদ্রিদের মূল দলে রাউলের অভিষেক হয়। একই বছরে গ্যালাকটিকোদের ‘সি’ ও ‘বি’ দলের হয়েও খেলেছিলেন। ২০১০ সালে তিনি বার্নাব্যু অধ্যায়ের ইতি টানেন। রিয়ালের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে ছয়টি লা লিগা সহ তিনটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতেন রাউল। সব মিলিয়ে ৭৪১ ম্যাচে ৩২৩টি গোল করেন।

৩৩-এ পা রেখে ২০১০ সালে জার্মান ক্লাব শালকেতে যোগ দেন রাউল। বুন্দেসলিগায় দুই মৌসুম কাটিয়ে পাড়ি জমান কাতারের ‍আল সাদ ক্লাবে। সবশেষ গত বছরের অক্টোবরে নিউইয়র্ক কসমসকে বেছে নেন। এটিই শেষ। আর ক্লাব বদলাবেন না রাউল। আগামী মাসেই খেলোয়াড় হিসেবে শেষবার মাঠে নামবেন রিয়ালের সাবেক স্প্যানিশ তারকা।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।