ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ক্লাসিক ম্যাচের অপেক্ষায় দুঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
ক্লাসিক ম্যাচের অপেক্ষায় দুঙ্গা ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে নিজেদের তৃতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে গতবারের রার্নাসআপ আর্জেন্টিনার। ঘরের মাঠে খেলতে নামবে আর্জেন্টাইনরা।

বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আগামী ১৪ নভেম্বর (ভোর চারটা) ব্রাজিলকে আতিথ্য দেবে তারা।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। দুই দলের প্রতিদ্বন্দ্বিতার ধার এমনই যে, তাদের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ম্যাচগুলোও পেয়ে আসছে ক্লাসিকের মর্যাদা!

আর তাই প্রায় একমাস বাকি থাকলেও ইতোমধ্যেই ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা আর্জেন্টিনাকে নিয়ে ভাবা শুরু করে দিয়েছেন। স্বাগতিকদের বিপক্ষে এ ম্যাচে নিজের শিষ্যদের কিভাবে সাজাবেন তারও ছক কষতে শুরু করেছেন দুঙ্গা।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে দুঙ্গা জানান, স্বাধীনভাবে ক্লাসিক ম্যাচের ফলাফল সর্বদাই কঠিন হয়। আর্জেন্টিনার বিপক্ষে খেলা চ্যাম্পিয়নশিপের ম্যাচের মতোই। তাদের মোকাবেলার জন্য নিজেদের সেরাটা নিয়েই আমাদের প্রস্তুত থাকতে হবে। ব্রাজিল বনাম আর্জেন্টিনা সর্বদাই অন্য ম্যাচের চেয়ে আলাদা। কারণ, তাদের বিপক্ষে আমরা যখন জয় পাই তখন ব্যবসায়িক ক্ষেত্রেও এর প্রভাব পড়ে। অন্যদিকে হারলে বেশ চাপের মধ্যে থাকতে হয়।

গত ১০০ বছরে বিশ্বকাপ বাছাইপর্ব, মূলপর্ব, কোপা আমেরিকা ও সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুই দেশের ম্যাচের ফলাফল যা-ই হোক, বিশ্বব্যাপী ফুটবল ভক্তদের জন্য সেটি হয়ে দাঁড়ায় যুদ্ধের ন্যায়।

২০১৮ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা গ্রুপে কোয়ালিফায়ার রাউন্ডে চিলির বিপক্ষে ০-২ গোলে হার মানে কার্লোস দুঙ্গার ব্রাজিল। আর ইকুয়েডরের বিপক্ষে ০-২ গোলে হারে দুইবারের শিরোপাজয়ী আর্জেন্টিনা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল ঠিকই জয়ের ধারায় ফিরে আসে। তবে, গত ১৪ অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করে জেরার্ড টাটা মার্টিনোর আর্জেন্টিনা। একই দিন ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলের জয় পায় সেলেকাওরা।

নিজেদের প্রথম দুই ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনা তাদের দুই তারকা খেলোয়াড়কে ছাড়াই মাঠে নেমেছিল। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে লাস পালমাসের বিপক্ষে খেলার সময় পায়ে চোট পেয়ে মারাত্মক আহত হয়ে প্রায় দু'মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন আর্জেন্টাইন ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। আর ৪৪তম কোপা আমেরিকার আসরে চারম্যাচের নিষেধাজ্ঞা পেয়ে দলের বাইরে ছিলেন নিয়মিত অধিনায়ক নেইমার।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের জন্য বাড়তি পাওনা থাকবে নেইমারকে ফিরে পাওয়া। নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন ব্রাজিল অধিনায়ক। তবে, মেসির থাকার সম্ভাবনা খুবই কম।

প্রথম জয়ের পর উজ্জীবিত ব্রাজিল এবার আর্জেন্টিনার মুখোমুখি হতে প্রস্তুত। তবে, চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা পার করেছে দুঃসময়। বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে এক হার আর এক ড্রয়ে পয়েন্ট তালিকায় সাত নম্বরে রয়েছে মেসিবিহীন কার্লোস তেভেজ, ডি মারিয়া, আগুয়েরো, লাভেজ্জি, হিগুয়েনরা।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ১৬ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।