ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

জার্মান কাপের শেষ ষোলোয় বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
জার্মান কাপের শেষ ষোলোয় বায়ার্ন ছবি: সংগৃহীত

ঢাকা: বায়ার্ন মিউনিখের জয়রথ চলছেই। বুন্দেসলিগায় টানা দশ ম্যাচেই জয়ের পর জার্মান কাপেও নিজেদের দাপট অব্যাহত রাখল পেপ গার্দিওলার শিষ্যরা।

উলফসবার্গকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছে বাভারিয়ানরা। বায়ার্নের হয়ে জোড়া গোল করেন জার্মান তারকা থমাস মুলার।

নিজেদের মাঠেই বায়ার্নের বিপক্ষে অনেকটা অসহায় আত্মসমর্পণ করে উলফসবার্গ। খেলার শুরু থেকে শেষ, পুরোটা সময় জুড়েই চিরচেনা আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় সতের বারের চ্যাম্পিয়নরা। ১৫ মিনিটের মাথায় মুলারের পাসে বায়ার্নকে লিড এনে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার ডগলাস কস্তা।

এর পাঁচ মিনিট পরেই গোলের খাতায় নাম লেখান মুলার। আর ৩৪ মিনিটে আলাভার ক্রস থেকে চমৎকার ভলিতে বল জালে জড়ান ২৬ বছর বয়সী এ স্ট্রাইকার। তিন গোলে পিছিয়ে থেকে ম্যাচ থেকেই ছিটকে যায় স্বাগতিকরা।

রোবেন-লেভানডফস্কিরা গোলের ‍সুযোগ মিস না করলে আরো বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে পারত বায়ার্ন। অন্যদিকে, নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে উলফসবার্গের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন জার্মান তারকা স্ট্রাইকার আন্দ্রে শুরলে।

উল্লেখ্য, আগামী ১ নভেম্বর জার্মান কাপের তৃতীয় রাউন্ড বা শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।