ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

আর্জেন্টিনার বিপক্ষে ফিরছেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
আর্জেন্টিনার বিপক্ষে ফিরছেন নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে ফিরেছেন নেইমার। বিশ্বকাপ বাছাইপর্বে এটিই হবে ব্রাজিলিয়ান অধিনায়কের প্রথম ম্যাচ।

  ইতোমধ্যেই ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ কার্লোস দুঙ্গা।

আগামী ১৪ নভেম্বর (শনিবার) আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। বুয়েন্স আইরেসে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। ‍এর পাঁচদিন পরেই পেরুর বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দশদিন আগেই নেইমারের কোপা আমেরিকায় পাওয়া চারটি প্রতিযোগিতামূলক ম্যাচের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়। ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে ৩-১ গোলের জয় পায় নেইমারবিহীন ব্রাজিল। তবে এর তিনদিন আগে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে ২-০ গোলের হার দিয়ে সেলেকাওদের বাছাইপর্ব মিশন শুরু হয়।

দীর্ঘ পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে যাচ্ছেন নেইমার। অবশ্য, প্রীতি ম্যাচ খেলতে বাধা না থাকায় গত মাসে যুক্তরাষ্ট্র ও কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল দলে ছিলেন ২৩ বছর বয়সী এ স্ট্রাইকার।

এবারও দলে সুযোগ পাননি অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা। ফিটনেস সমস্যায় স্কোয়াডে নেই রবার্তো ফিরমিনো। তারই ক্লাব সতীর্থ ফিলিপে কুতিনহোকে বাদের খাতায় রাখা হয়েছে। অন্যদিকে, গত মাসে ফিরমিনোর পরিবর্তে দীর্ঘ আট বছর পর ব্রাজিল দলে ফেরা সান্তোসের ৩৫ বছর বয়সী স্ট্রাইকার রিকার্ডো অলিভিয়েরাকে দলে রেখেছেন দুঙ্গা।

ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: অ্যালিসন, জেফারসন ও ক্যাসিও।

ডিফেন্ডার: মিরান্ডা, মারকুইনহোস, ডেভিড লুইজ, গিল, দানিলো, দানি আলভেজ, ফিলিপে লুইস ও মার্সেলো।

মিডফিল্ডার: ফার্নান্দিনহো, ইলিয়াস, রেনাতো অগাস্টো, লুইজ গুস্তাভো, অস্কার, লুকাস লিমা, উইলিয়ান, কাকা ও ডগলাস কস্তা।

ফরোয়ার্ড: নেইমার, হাল্ক ও রিকার্ডো অলিভিয়েরা।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।