ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

অ্যানফিল্ডে ক্লপের অভিষেকে লিভারপুলের হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
অ্যানফিল্ডে ক্লপের অভিষেকে লিভারপুলের হোঁচট ছবি: সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠে ইউরোপা লিগের ম্যাচে রুবিন কাজানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। অল রেডসদের কোচ হওয়ার পর অ্যানফিল্ডে ইয়োর্গেন ক্লপের এটিই ছিল প্রথম ম্যাচ।

কিন্তু, জার্মান কোচকে জয় উপহার দিতে পারেননি কুতিনহো-ফিরমিনো-মিলনাররা।

প্রথমার্ধের ১৫ মিনিটে স্ট্রাইকার মার্কো ডেভিসের গোলে লিড নেয় রুবিন কাজান। কিন্তু ৩৬ মিনিটের মাথায় ডিফেন্ডার ওলেগ কুজমিনের লাল কার্ডে দশজনের দলে পরিণত রাশিয়ান ক্লাবটি। এর পরের মিনিটেই লিভারপুলকে সমতায় ফেরান ২১ বছর বয়সী তরুণ জার্মান মিডফিল্ডার এমার ক্যান।

পুরো ম্যাচজুড়েই আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষের ডিফেন্স ব্যস্ত রাখে অল রেডসরা। তবে প্রথমার্ধে এক গোলের পর আর জালের ঠিকানাই খুঁজে পায়নি স্বাগতিকরা। তাই শেষ পর্যন্ত হতাশাজনক ড্র নিয়েই মাঠ ছাড়ে ক্লপের শিষ্যরা।

এ নিয়ে গ্রুপ ‘বি’র তিন ম্যাচ শেষে জয়ের দেখাই পায়নি লিভারপুল। তিন ড্রয়ে তিন পয়েন্ট নিয়ে দুই নম্বরে অল রেডসরা। সমান ম্যাচে দুই পয়েন্টে তৃতীয় স্থানে রুবিন কাজান। শীর্ষে থাকা সুইস ক্লাব সিওনের সংগ্রহ সাত পয়েন্ট।

আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) গ্রপ পর্বের ফিরতি ম্যাচে রুবিন কাজানের মুখোমুখি হবে লিভারপুল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।