ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

সেভিয়ার মাঠে অতিথি ম্যানসিটির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
সেভিয়ার মাঠে অতিথি ম্যানসিটির জয় ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে স্প্যানিশ ক্লাব সেভিয়ার বিপক্ষে জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা সেভিয়ার ঘরের মাঠে আতিথ্য নিয়ে ৩-১ গোলের জয় তুলে নেয়।



ইংলিশদের হয়ে প্রথমার্ধে গোল করেন রাহিম স্টারলিং, ফার্নান্দিনহো এবং বনি। সেভিয়ার হয়ে গোল করেন ত্রেমোলিনাস। দ্বিতীয়ার্ধে ডি ব্রুইন, ফ্যাবিয়ান ডেলফরা মাঠে নামলেও ব্যবধান বাড়াতে পারেনি ম্যানসিটি।

ম্যাচের অষ্টম মিনিটে প্রথম লিড নেয় ম্যানসিটি। লিভারপুলের সাবেক তারকা স্ট্রাইকার স্টারলিংয়ের গোলে এগিয়ে যায় প্রিমিয়ার লিগে উড়তে থাকা সিটিজেনরা। ফার্নান্দিনহোর অ্যাসিস্ট থেকে বল পেয়ে গোল করেন স্টারলিং। তিন মিনিট পরে খেলার ১১ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুন করেন ফার্নান্দিনহো। বনির ভাসিয়ে তোলা বলে হেড করে গোল করেন তিনি।

২৫ মিনিটের মাথায় ব্যবধান কমায় সেভিয়া। কোকের অ্যাসিস্ট থেকে হেড করেন ত্রেমোলিনাস। তাতেই ম্যানসিটির জালে বল জড়িয়ে গেলে ম্যাচের ফল দাঁড়ায় ২-১।

জমে উঠা ম্যাচের ৩৬ মিনিটে আরেকবার এগিয়ে যায় ম্যানসিটি। সিটিজেনদের হয়ে তৃতীয় গোলটি করেন বনি। গঞ্জালেজের অ্যাসিস্ট থেকে সেভিয়ার ডিফেন্স চিড়ে জোরালো শটে গোল করেন বনি। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ৩-১ এ এগিয়ে থেকে বিশ্রামে যায় ম্যানসিটি।

বিরতির পর দুই দলের কেউই নতুন করে গোলের দেখা পায়নি। ফলে ৩-১ গোলের জয় নিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে ম্যানসিটি। এ জয়ের পর সিটিজেনদের সংগ্রহ গিয়ে দাঁড়ালো ৯ পয়েন্ট। সমান চার ম্যাচ পর সেভিয়ার পয়েন্ট ৩। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে গতবারের রানার্সআপ জুভেন্টাস।

বাংলাদেশ সময়: ০৪১৪ ঘণ্টা, ০৪ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।