ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

দ্রুতই সেরে উঠছেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
দ্রুতই সেরে উঠছেন মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: হাঁটুর ইনজুরির কারণে প্রায় দেড় মাস যাবৎ মাঠের বাইরে লিওনেল মেসি। ২১ নভেম্বরের এল ক্লাসিকো ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

ক’দিন আগেই স্প্যানিশ গণমাধ্যমে প্রকাশিত হয়, রিয়াল মাদ্রিদের বিপক্ষে মেসির খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে বার্সেলোনার কোচ লুইস এনরিক বলছেন অন্য কথা, দ্রুতই নাকি সেরে উঠছেন আর্জেন্টাইন তারকা।

গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে হাঁটুর ইনজুরিতে ভুগে ৭-৮ সপ্তাহের জন্য ছিটকে যান মেসি।   তার অনুপস্থিতিতে সব মিলিয়ে এখন পর্যন্ত সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয়লাভ করে বার্সা। এদিকে, বুবধার (০৪ নভেম্বর) চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বেলারুশের বাতে বোরিসভের মুখোমুখি হবে বার্সা। বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় ম্যাচটি শুরু হবে।

এক সাক্ষাৎকারে এনরিক বলেন, ‘আমার কাছে বিশেষ কোনো খবর নেই। তবে স্বাভাবিকভাবেই সুস্থ হয়ে উঠছে মেসি। প্রতিটি খেলোয়াড়দের ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়া এক নয়। এদিক থেকে অন্যদের চেয়ে মেসি আলাদা। আমার বিশ্বাস, সে খুব দ্রুত ফিটনেস ফিরে পাবে। কিন্তু কবে নাগাদ সে মাঠে ফিরবে তা এখনই বলা যাচ্ছে না। ’

মেসির অনুপস্থিতিতে নেইমারের ভূমিকা প্রসঙ্গে এনরিকের ভাষ্য, ‘মেসি দলে থাকলে আমাদের গোলের সুযোগও বেড়ে যায়। তার অনুপস্থিতিতে আক্রমণভাগে নেইমারের নেতৃত্বগুণ নিয়ে কথা বলাটা অযৌক্তিক। তবে আমি সব সময়ই খেলোয়াড়দের বলি, তারা যেন অন্যের ওপর নির্ভরশীল ‍না হয়ে নিজেদের সেরাটা দেয়। ’

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।