ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

রোনালদোর আঘাতে মাঠের বাইরে ভেরাত্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
রোনালদোর আঘাতে মাঠের বাইরে ভেরাত্তি ছবি : সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদের বিপক্ষে ইনজুরি আক্রান্ত মার্কো ভেরাত্তি প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে পরবর্তী ম্যাচে মাঠের বাইরে থাকবেন। এক বিবৃতিতে এমনটিই নিশ্চিত করেছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

ইতালিয়ান মিডফিল্ডারের ইনজুরির পেছনে দায়টা ক্রিস্টিয়ানো রোনালদোর ওপরও বর্তায়। বল ক্লিয়ার করতে গিয়ে পর্তুগিজ তারকার বুটের আঘাতে পায়ের গোড়ালিতে চোট পান ভেরাত্তি। এর কয়েক মিনিট পরেই তিনি মাঠ ছাড়তে বাধ্য হন।

অবশ্য, ইচ্ছাকৃতভাবে ট্যাকল করেননি রোনালদো। যে কারণে তাকে হলুদ কার্ডের আওতায় পড়তে হয়নি। সে যাই হোক, সিআর সেভেনের বুটের সংস্পর্শে এসেই তো অ্যাঙ্কেল ইনজুরিতে ভোগেন ভেরাত্তি। খেলার ১৭ মিনিটের মাথায় তার বদলি হিসেবে মাঠে নামেন আদ্রিয়েন র‌্যাবিয়ট। বার্নাব্যুতে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচটিতে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েও ১-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ডি মারিয়া-ইব্রা-কাভানিরা।

ভেরাত্তিকে ছাড়াই ফ্রেঞ্চ লিগে তোলাসের মুখোমুখি হবে পিএসজি। শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে।

শুধু ক্লাব পর্যায়েই নয়, ইতালির হয়ে বেলজিয়াম ও রোমানিয়ার বিপক্ষ প্রীতি ম্যাচে ভেরাত্তির খেলা নিয়ে রয়েছে সংশয়। আগামী ১৩ নভেম্বর (শুক্রবার) স্বাগতিক বেলজিয়ামের মুখোমুখি হবে ইতালি। এর চারদিন পর রোমানিয়ার বিপক্ষে মাঠে নামবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় অনুযায়ী দু’টি ম্যাচ শুরু হবে যথাক্রমে দিবাগত রাত পৌনে ১টা ও পৌনে ২টায়।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।