ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

আবারো জয়ের ধারায় বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
আবারো জয়ের ধারায় বায়ার্ন ছবি: সংগৃহীত

ঢাকা: টানা দশ ম্যাচ জয়ের পর ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে হোঁচট খায় বায়ার্ন মিউনিখ। তবে দাপুটে জয় দিয়েই স্বরুপে ফিরল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বাভারিয়ানদের বিপক্ষে ৪-০ গোলে উড়ে গেছে স্টুটগার্ট। এর মধ্য দিয়ে টানা ১২ ম্যাচে অপরাজেয় থাকল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের আক্রমণাত্মক ফুটবলের সামনে রীতিমত অসহায় আত্মসমর্পণ করে স্টুটগার্ট। খেলা শুরুর ১১ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান উইঙ্গার ডগলাস কস্তার পাসে গোল উৎসবের সূচনা করেন আরিয়েন রোবেন। এর সাত মিনিট পর কস্তার গোলেই লিড দ্বিগুন করে স্বাগতিকরা। যার নেপথ্য কারিগর জার্মান তারকা থমাস মুলার।

প্রথমার্ধ শেষের আট মিনিট আগে মুলারের ক্রস থেকে বল জালে জড়ান দুর্দান্ত ফর্মে থাকা রবার্ট লেভানডফস্কি। এর তিন মিনিট পর মুলার নিজেই গোলের খাতায় নাম লেখান। চার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পেপ গার্দিওলার শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিকরা। অপরদিকে, ম্যাচে ফেরার জন্য নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি স্টুটগার্ট। তবে নিজেদের ডিফেন্স শক্তি বাড়ায় ভিজিটররা। তাইতো নির্ধারিত সময়ের আগে আর জালের ঠিকানা খুঁজে পায়নি বাভারিয়ানরা। অবশ্য, রোবেন-ভিদাল-লেভানডফস্কিরা কয়েকটি সুযোগ মিস না করলে আরো ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ত স্বাগতিকরা।

পয়েন্ট টেবিলে ১২ ম্যাচ শেষে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থাটা আরো সুসংহত করল বায়ার্ন। সমান ম্যাচে মাত্র ১০ পয়েন্টে ১৬ নম্বরে স্টুটগার্ট। এক ম্যাচ কম খেলা বুরুশিয়া ডর্টমুন্ড দ্বিতীয় স্থানে অবস্থান করছে। পয়েন্ট সংখ্যা ২৬। তিন নম্বরে থাকা উলফসবার্গের সংগ্রহ ১২ ম্যাচে ২১ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।