ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মেসিকে রিয়ালে চায় রিয়াল সমর্থকরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
মেসিকে রিয়ালে চায় রিয়াল সমর্থকরা ছবি: সংগৃহীত

ঢাকা: ২৮ বছর বয়সেই বার্সেলোনা ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন পর্তুগিজ কিংবদন্তি লুইস ফিগো। লিওনেল মেসির বয়সটাও এখন ২৮-এর ঘরে।

কিন্তু, মেসির পক্ষে কী বার্নাব্যুতে পাড়ি জমানো আদৌ সম্ভব? সেই চৌদ্দ বছর বয়স থেকেই তো বার্সায় বেড়ে উঠেছেন। কাতালানদের হয়ে নিজেকে নিয়ে গেছেন বিশ্বসেরাদের কাতারে।

কিন্তু, স্বয়ং রিয়াল সমর্থকরাই মেসিকে বার্নাব্যুতে দেখতে চাইছেন। রিয়াল মাদ্রিদ ও  সেভিয়ার মধ্যকার ম্যাচে গ্যালারিতে এমন চিত্রই দেখা যায়। এক সমর্থক মেসির নামে রিয়ালের ১০ নম্বর সাদা জার্সি সবার উদ্দেশ্যে তুলে ধরেন। এ নিয়েই সংবাদমাধ্যমে রীতিমত আলোচনার ঝড় উঠছে।

অবশ্য, সেভিয়ার মাঠে ৩-২ গোলের পরাজয়ে রিয়াল সমর্থকদের উচ্ছ্বাসটাও ম্লান হয়ে যায়। চলতি মৌসুমের ১১তম ম্যাচে এসে প্রথম হারের স্বাদ নেয় গ্যালাকটিকোরা। শুধু তাই নয়, এর মধ্য দিয়ে শীর্ষস্থানও হারায় রাফা বেনিতেজের শিষ্যরা।

আর ক’দিন পরই এল ক্লাসিকো ম্যাচে বার্সার মুখোমুখি হবে রিয়াল। বার্নাব্যুতে ২১ নভেম্বর (শনিবার) বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। এ ম্যাচ জিতলেই গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে আবারো শীর্ষে ফিরবে লস ব্লাঙ্কসরা। অন্যদিকে, এল ক্লাসিকো দিয়েই ইনজুরি কাটিয়ে মেসির মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ১৯৯৫ সালে স্পোর্টিং লিসবন ছেড়ে ২৩ বছর বয়সে বার্সায় যোগ দেন ফিগো। এর পাঁচ বছর পরই রিয়ালে পাড়ি জমান কিংবদন্তি এ মিডফিল্ডার। তবে এল ক্লাসিকো দিয়ে তার ন্যু ক্যাম্পে ফেরার অভিজ্ঞতাটা মোটেই সুখকর ছিল না। রাগান্বিত বার্সা সমর্থকরা তো ফিগোর মাথায় শূকরের মাংসই ছুঁড়ে মেরেছিলেন।

মেসি কী ফিগোর পথে হাঁটবেন? এমনটি ঘটলে পুরো ফুটবল বিশ্বই যে চমকে যাবে তা আর বলার অপক্ষা রাখে না!

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।