ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

এল ক্লাসিকোতে ফিরছেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এল ক্লাসিকোতে ফিরছেন মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: মৌসুমের প্রথম এল ক্লাসিকো ম্যাচে লিওনেল মেসির খেলা নিয়ে এখনো সংশয় দূর হয়নি। দেড় মাস হলো তিনি মাঠের বাইরে।

সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যমেই প্রকাশিত হয়, রিয়াল মাদ্রিদের বিপক্ষে আর্জেন্টাইন তারকার খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে মেসির ফেরার বিষয়ে বেশ আশাবাদী বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ।

আগামী ২১ নভেম্বর (শনিবার) রিয়ালের মুখোমুখি হবে বার্সা। বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

স্প্যানিশ দৈনিক মার্কায় দেওয়া সাক্ষাৎকারে বার্তোমেউ বলেন, ‘মেসি দ্রুতই সেরে উঠছে। নির্ধারিত সময়ের আগেই তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। আশা করছি, বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে সে দলে ফিরবে। ’

অন্যদিকে, এল ক্লাসিকো ম্যাচের আগে বেশ ব্যস্ত আন্তর্জাতিক সূচি রয়েছে। খেলোয়াড়রা যাতে কোনো প্রকার ইনজুরির শিকার না হয় সে প্রার্থনাই করছেন বার্তোমেউ, ‘আশা করছি, ‘জাতীয় দলের মিশন শেষে খেলোয়াড়রা ইনজুরি মুক্ত অবস্থাতেই ক্লাবে ফিরবে। প্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে আমরা সেরা দল নিয়েই মাঠে নামতে চাই। ’

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে হাঁটুর ইনজুরিতে ভুগে ৭-৮ সপ্তাহের জন্য ছিটকে যান মেসি।   অবশ্য, তার অনুপস্থিতিতে এখন পর্যন্ত নয় ম্যাচের মধ্যে সাতটিতেই জয়লাভ করে বার্সা। শুধুমাত্র মেসিবিহীন প্রথম ম্যাচেই সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে হার মানে কাতালানরা।

এদিকে, ইতোমধ্যেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে বার্সা। ১১তম ম্যাচে এসে সেভিয়ার বিপক্ষে প্রথম হারের স্বাদ নেয় রিয়াল। অপর ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে দাপুটে জয় পায় কাতালানরা। তাতেই তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে এল ক্লাসিকো ম্যাচে জয় পেলে গোল ব্যবধানে বেশ এগিয়ে থাকার সুবাদে গ্যালাকটিকোদের সামনে থাকছে আবারো শীর্ষে ওঠার হাতছানি!

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।