ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

খেলা

ছন্দে ফেরা রিয়ালের প্রতিপক্ষ মালমো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
ছন্দে ফেরা রিয়ালের প্রতিপক্ষ মালমো ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামবে সুইডিশ জায়ান্ট মালমো। রিয়াল তাদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য দেবে মালমোকে।



মঙ্গলবার (০৮ ডিসেম্বর, দিবাগত রাত) রাত পৌনে দুইটায় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচটি শুরু হবে।

১০ বারের ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল ঘরের মাঠে গত মাসে বার্সেলোনার বিপক্ষে লা লিগার ম্যাচে ৪-০ গোলে হারের লজ্জা পায়। ছন্দ পতনের পর অবশ্য পরের চারটি ম্যাচেই জয় তুলে নিয়েছে লা গ্যালাকটিকোরা। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইউক্রেনের শাখতার দোনেস্ককে ৪-৩ গোলে, লা লিগায় এইবারকে ২-০ গোলে, কোপা দেল রে’র ম্যাচে কাদিজকে ৩-১ গোলে আর লা লিগায় সবশেষ ম্যাচে গেটাফেকে ৪-১ গোলে হারায় রাফায়েল বেনিতেজের শিষ্যরা।

সবশেষ ম্যাচে গেটাফের বিপক্ষে বহুদিন পর এক সঙ্গে জ্বলে উঠে ‘বিবিসি’ খ্যাত করিম বেনজেমা-গ্যারেথ বেল-ক্রিস্টিয়ানো রোনালদো। তিনজনেই গোল পেয়েছেন। তাই বলা যায় সুইডেনের দল মালমো বড় কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। প্রথম লেগে মালমোর মাঠে আতিথ্য নিয়ে ২-০ গোলে জিতেছিল রোনালদো বাহিনী।

‘এ’ গ্রুপে থাকা রিয়াল ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থানটিও নিজেদের দখলে রেখেছে রাফা বেনিতেজের ছাত্ররা।

নিয়ম রক্ষার ম্যাচে মালমোর বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবেন বেনিতেজ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘পূর্ণ শক্তির দল নিয়েই পূর্ণ তিন পয়েন্টের জন্য আমার শিষ্যরা মাঠে নামবে। বেল-বেনজেমা-রোনালদো নিজেদের ফিরে পেয়েছে। তারা তিনজনই আমার দলের অন্যতম সেরা সদস্য। দলের পরবর্তী ম্যাচেও তাদের এভাবে দেখতে চাই। ’

বেনিতেজ এ ম্যাচে মাঠে নামাতে পারেন ইনজুরি সেরে উঠা ব্রাজিলের তারকা মার্সেলোকে। ফিট হয়ে উঠেছেন আরেক তারকা দানিলো।

বার্সার বিপক্ষে হারের পর একটানা চার ম্যাচ জেতা রিয়ালের বিপক্ষে কিছুটা অস্বস্তি নিয়েই মাঠে নামবে মালমো। তিনম্যাচ টানা হেরে যাওয়া সুইডিশ ক্লাবটি তার আগের দুই ম্যাচেই জয় পেয়েছিল। সবশেষ পিএসজির বিপক্ষে খেলতে নেমে ৫-০ গোলে উড়ে গিয়েছিল মালমো। তার আগের ম্যাচে শাখতার দোনেস্কের বিপক্ষে হেরেছিল ৪-০ গোলের ব্যবধানে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ০৮ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।