ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

খেলা

জয় পেয়েছে অতিথি অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
জয় পেয়েছে অতিথি অ্যাতলেতিকো

ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ‘সি’র ম্যাচে জয় তুলে নিয়েছে দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ। বেনফিকাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপপর্বের শীর্ষস্থানটি সঙ্গে নিয়ে নকআউট পর্বে অংশ নেবে অ্যাতলেতিকো।



 

গ্রুপের হাইভোল্টেজ এ ম্যাচে প্রথম লিডটি অ্যাতলেতিকোই নেয়। বেনফিকার মাঠে আতিথ্য নেওয়া সিমিওন শিষ্যরা ম্যাচের ৩৩ মিনিটে প্রথম গোলটি পায়। লুসিয়ানো ভিয়েত্তোর অ্যাসিস্ট থেকে গোল করেন সাউল।

 

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অ্যাতলেতিকো। স্প্যানিশ ফেভারিটরা ম্যাচের ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করে। ক্যারাসকোর অ্যাসিস্ট থেকে দলের দ্বিতীয় গোলটি করেন ভিয়েত্তো। তবে, ৭৫ মিনিটের মাথায় ব্যবধান কমান বেনফিকার কন্সটাটিনোস।

 

বাকি সময়ে আর কোনো দল গোল পায়নি। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাতলেতিকো। এ জয়ের ফলে ৬ ম্যাচ খেলে অ্যাতলেতিকোর সংগ্রহ দাঁড়ায় ‘সি’ গ্রুপের সর্বোচ্চ ১৩ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকে বেনফিকা। ৬ ম্যাচ খেলা গ্রুপের বাকি সদস্য গ্যালাতাসারে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় আর আসটানা ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়।

 

বাংলাদেশ সময়: ০৪১৩ ঘণ্টা, ০৯ ডিসেম্বর ২০১৫

এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।