ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

খেলা

পিএসজির জয়ের রাতে জুভিদের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
পিএসজির জয়ের রাতে জুভিদের হার ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রত্যাশিত জয় পেলেও হারের স্বাদ নিয়েছে জুভেন্টাস। অবশ্য, দুই জায়ান্ট ক্লাব আগেই নকআউট পর্ব নিশ্চিত করে।

ভিন্ন গ্রুপের ম্যাচে ইউক্রেনের শাখতার দোনেস্ককে ২-০ গোলে পিএসজি ও স্প্যানিশ ক্লাব সেভিয়ার বিপক্ষে ১-০ গোলে হার মানে জুভিরা।

প্যারিসে গ্রুপ ‘এ’র ম্যাচটিতে প্রথমার্ধে দু’দলের কেউই গোলের দেখা পায়নি। তবে খেলার শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবলে এগিয়ে থাকে পিএসজি। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ফরাসি চ্যাম্পিয়নদের অপেক্ষার অবসান ঘটে। জ্লাতান ইব্রাহিমোভিচের অ্যাসিস্টে নিখুঁত শটে বল জালে জড়ান ব্রাজিলিয়ান উইঙ্গার লুকাস মৌরা।

নির্ধারিত সময়ের চার মিনিট আগে গোলের খাতায় নাম লেখান ইব্রাহিমোভিচ। এবার মৌরার পাসে স্কোরলাইন ২-০ করেন সুইডিশ তারকা। ম্যাচে ফিরতে ভিজিটররা কয়েকটি সুযোগ পেলেও ফিনিশিং টানতে পারেনি। তাই ম্যাচ শেষে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়েন ইব্রা-কাভানি-ডি মারিয়ারা।

অপরদিকে, গ্রুপ ‘ডি’তে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে ন্যুনতম ব্যবধানে হারায় ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া। পুরো ম্যাচে বল দখলের লড়াইসহ আক্রমণাত্মক ফুটবলে দু’দলই ছিল সমানে সমান। তবে নির্ধারিত সময় জুড়ে গোলের জন্য হাহাকার করে সিরি আ চ্যাম্পিয়নরা। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও জালের ঠিকানা খুঁজে পাননি পগবা-মোরাতা-পাওলো দিবালারা।

প্রথমার্ধ থাকে গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৬৫ সেভিয়াকে লিড এনে দেন স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো লরেন্তো। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানেই ম্যাচের নিষ্পত্তি ঘটে। রেফারি শেষ বাঁশি বাজানোর পর স্বাগতিকদের উচ্ছ্বাসের বিপরীতে জুভিদের হতাশাই সঙ্গী হয়।

প্রসঙ্গত, ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকায় সরাসরি ইউরোপা লিগের রাউন্ড-৩২ এ অংশ নেবে শাখতার দোনেস্ক। একইভাবে শাখতারের সঙ্গী হবে সেভিয়া। অবশ্য, ম্যানচেস্টার সিটির কল্যাণেই শিরোপা ধরে রাখার সুযোগ পাচ্ছে সেভিয়া। ম্যানসিটির বিপক্ষে বুরুশিয়া মনশেনগ্লাডবাখ হেরে যাওয়াতেই (৪-২) তারা ইউরোপা লিগে খেলার সুযোগ পায়।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।