ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

খেলা

চেলসির কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
চেলসির কষ্টার্জিত জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে আতিথ্য দিয়েছিল পোর্তোকে। ব্লুজ খ্যাত চেলসি অতিথিদের ২-০ গোলে হারিয়ে গ্রুপ ‘জি’র শীর্ষ দল হিসিবে নকআউট পর্বে উঠেছে।



ম্যাচের শুরুর একাদশে চেলসি কোচ প্রত্যাশিত জয় তুলে নিতে মাঠে নামিয়েছিলেন ইভানোভিচ, জন টেরি, রামিরেস, নেমানজা ম্যাটিক, উইলিয়ান, অস্কার, হ্যাজার্ড, দিয়েগো কস্তার মতো তারকাদের।

মরিনহোর শিষ্যরা ম্যাচের ১২তম মিনিটে এগিয়ে যায়। কোনো গোল না করলেও স্বাগতিকদের এগিয়ে দিতে আত্মঘাতি গোল করেন বসেন পোর্তোর মারকানো সিয়েরা। প্রতিপক্ষের ভুলের মাশুল সঙ্গে নিয়ে প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় চেলসি।

বিরতির পর দলকে আরও এগিয়ে নেন ব্রাজিল তারকা উইলিয়ান। দলের দ্বিতীয় গোলটি পেতে উইলিয়ানকে সহায়তা করেন হ্যাজার্ড।

বাকি সময়ে পোর্তোর সঙ্গে সমানে সমান লড়তে থাকে স্বাগতিকরা। তবে, আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

এ জয়ের ফলে, ৬ ম্যাচে ব্লুজদের সংগ্রহ বেড়ে দাঁড়ায় সর্বোচ্চ্ ১৩ পয়েন্ট। গ্রুপের আরেক দল ডাইনামো কিভ নকআউট পর্বে চেলসির সঙ্গী হতে হারিয়েছে ম্যাকাবি তেল আবিবকে। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর টিকিট কাটতে পারেনি পোর্তো। ডাইনামো কিভ ১১ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর ময়দানে খেলার যোগ্যতা পেলেও টেবিলের তলানীতে থাকা তেল আবিবের পয়েন্ট শূন্য।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, ১০ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।