ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বিশেষ জার্সিতে বার্সার অভিষেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
বিশেষ জার্সিতে বার্সার অভিষেক ছবি : সংগৃহীত

ঢাকা: রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০১৫ সালকে বিদায় জানাবে বার্সেলোনা। এ ম্যাচেই স্প্যানিশ জায়ান্টদের অন্যরকম অভিষেক হতে যাচ্ছে।

ক’দিন আগেই ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতায় কাতালানদের জার্সিতে ‘ফিফা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ২০১৫’ লেখা সম্বলিত ব্যাজ সংযুক্ত থাকবে।

আগামী বুধবার (৩০ ডিসেম্বর) রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামবে বার্সা। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায় ম্যাচটি শুরু হবে।

বার্সার জার্সির উপরের অংশের মাঝে স্মারক ব্যাজটি শোভা পাবে। এর বামদিকে স্পন্সর প্রতিষ্ঠান নাইকি আর ডানের অংশে ক্লাবের লোগো তো রয়েছেই। তাই একে তো বিশেষ জার্সি বলাই যায়।

শুধুমাত্র একটি মাত্র ম্যাচের জন্যই নয়, ২০১৬ সাল জুড়েই নাকি বার্সার জার্সিতে স্মারক ব্যাজটি থাকবে। চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রেখে কাতালানরা আগামী বছরের ক্লাব বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হতে পারবে কিনা সেটিই এখন দেখার বিষয়!

প্রসঙ্গত, গত রোববার (২০ ডিসেম্বর) আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটকে ৩-০ গোলে হারিয়ে রেকর্ড তিনবার (২০০৯, ২০১১, ২০১৫) ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করে বার্সা।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।