ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বেকহামের দলে পিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
বেকহামের দলে পিকে ছবি: সংগৃহীত

ঢাকা: সব ঠিক থাকলে আমেরিকার মেজর লিগ সকারের (এমএলএস) ২০১৮ মৌসুমেই ডেভিড বেকহামের এমএলএস ফ্র্যাঞ্চাইজি টিমের অভিষেক ঘটবে। তবে এখন থেকেই খেলোয়াড় বাছাইয়ের কাজে নেমে পড়েছেন ইংলিশ কিংবদন্তি।



একটি সূত্রমতে, বার্সেলোনার স্প্যানিশ তারকা ডিফেন্ডার জেরার্ড পিকেকে দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছেন বেকহাম। অবশ্য, পিকে কিংবা বেকহাম এ বিষয়ে এখনো সরাসরি কোনো বিবৃতি দেননি। সবই গুজবের ছায়াতলে। যদিও ক্যারিয়ারের পড়ন্ত বেলায় অনেক তারকা খেলোয়াড়ই এখন যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে ঝুঁকছেন।

জানা যায়, বার্সা অধ্যায় শেষেই পিকেকে নিজ দলে দেখতে চান বেকহাম। এছাড়াও সাবেক সতীর্থ ওয়েইন রুনি ও জ্লাতান ইব্রাহিমোভিচের সঙ্গেও নাকি যোগযোগ রাখছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।

প্রসঙ্গত, বেকহামের ফ্র্যাঞ্চাইভিত্তিক ক্লাবের নাম চূড়ান্ত না হলেও তিনি এর নামকরণ করতে পারেন, ‘মিয়ামি বেকহাম উইনাইটেড’।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।