ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রুনিকে বসিয়ে দিলেন ফন গাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
রুনিকে বসিয়ে দিলেন ফন গাল ছবি : সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী ম্যাচে প্রথম একাদশে থাকছেন না নিয়মিত অধিনায়ক ওয়েন রুনি। টানা ছয় ম্যাচে জয়ের দেখা না পাওয়া রেড ডেভিলসরা প্রতিপক্ষ হিসেবে এবার পাচ্ছে স্টোক সিটিকে।



২০১৫-১৬ মৌসুমে মাঠের খেলায় বাজে পারর্ফম করেছেন রুনি। যার কারণে দলের কোচ লুইস ফন গাল তার প্রতি আস্থা রাখতে পারছেন না। শুরু একাদশে ইংলিশ অধিনায়কের পরিবর্তে খেলবেন আন্দ্রে হেরেরা।

এর আগে লিগে টানা তিন ম্যাচে হার দেখতে হয়েছে ম্যানইউকে। যার কারণে দলের কোচ ফন গালের ভবিষ্যত নিয়েও শঙ্কার সৃষ্টি হয়েছে। তাই জয় পেতে এখন মরিয়া নেদারল্যান্ডসের এই কোচ।

ম্যান ইউ একাদশ: ডি গিয়া, ইয়াং, স্মলিং, জোন্স, ব্লাইন্ড, ক্যারিক, হেরেরা, মাতা, ফেলাইনি, মেমফিস, মার্শাল।

অতিরিক্ত: রোমেরো, বর্থউইক-জ্যাকসন, ম্যাকনাইর, ভারেলা, পেরেরা, সেচেনেডারলিন, রুনি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ২৬ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।