ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ম্যানইউর কোচের পদ ছাড়ছেন ফন গাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
ম্যানইউর কোচের পদ ছাড়ছেন ফন গাল ছবি : সংগৃহীত

ঢাকা: সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ সাত ম্যাচে একটি জয়ও নেই। নিজেদের শেষ চার ম্যাচেই হারের বৃত্তে ম্যানচেস্টার ইউনাইটেড।

সব মিলিয়ে ভীষণ চাপের মুখে কোচ লুইস ফন গাল। ইতোমধ্যেই ডাচ কোচের ওল্ড ট্রাফোর্ড ছাড়ার গুজব রটে। এবার নতুন খবর হলো, চেলসির বিপক্ষে জয় পেলেও চলতি সপ্তাহেই নাকি ম্যানইউর কোচের পদ ছাড়বেন ফন গাল।

‘দ্য টেলিগ্রাফ’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। প্রসঙ্গত, প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে জয়হীন (শেষ তিন ম্যাচে হার) থাকার পর এবার চেলসির মুখোমুখি হবে ম্যানইউ। সোমবার (২৮ ডিসেম্বর) ওল্ডট্রাফোর্ডে ‍বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

স্টোক সিটির বিপক্ষে গত শনিবারের (২৬ ডিসেম্বর) ম্যাচে ২-০ গোলে হারের পরই ফন গালের কোচের দায়িত্ব ছাড়ার গুঞ্জনে বাড়তি মাত্রা যুক্ত হয়। জানা যায়, চেলসির বিপক্ষে হেরে গেলে ডাচ কোচের আঠার মাসের ওল্ড ট্রাফোর্ড অধ্যায়েরও ইতি ঘটবে!

অবশ্য, এ বিষয়ে ম্যানইউ কিংবা ফন গাল এখনো সরাসরি কোনো বিবৃতি দেয়নি। সবই গুজবের ছায়াতলে। সূত্রমতে, ইংলিশ জায়ান্টদের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ড ফন গালকে সমর্থন দিলেও অচিরেই তাতে পরিবর্তন আসতে পারে।

অর্থাৎ, চেলসি ম্যাচের ফলাফলের ওপরই হয়তো ফন গালের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে চেলসি। অপরদিকে, ডাচ কোচ নিজেই যদি ওল্ড ট্রাফোর্ডকে বিদায় জানান তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। উল্লেখ্য, গত বছরের মে মাসে তিন বছরের চুক্তিতে ম্যানইউর কোচ হিসেবে ডেভিড ময়েসের স্থলাভিষিক্ত হন ফন গাল।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।