ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপের ড্র অনুষ্ঠিত

স্পোর্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
বঙ্গবন্ধু গোল্ডকাপের ড্র অনুষ্ঠিত ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ৮ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের চতুর্থ আসর। আন্তর্জাতিক মানের আসরটিতে এবারে থাকছে বাংলাদেশের দুটি দল সহ মোট আটটি দল।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে হয়ে গেল টুর্নামেন্টটির ড্র।

এবারের টুর্নামেন্টের দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’তে থাকছে মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর গ্রুপ ‘বি’তে থাকছে কম্বোডিয়া, বাহারাইন, মালদ্বীপ ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও টুর্নামেন্টে কো স্পন্সর হামীম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ।

এবারের আসরের ম্যাচগুলো বঙ্গবন্ধু স্টেডিয়াম ও যশোর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিলেট স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও অসছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের কারণে তা আর সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০১৫
এমএমএস/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।