ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

‘হেয়ারস্টাইলিশ’ রোনালদো জিতলেন স্যালন ডি’অর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
‘হেয়ারস্টাইলিশ’ রোনালদো জিতলেন স্যালন ডি’অর

ঢাকা: সুন্দর চুলের অধিকারী ক্রিস্টিয়ানো রোনালদো জিতলেন ২০১৫ সালের স্যালন ডি’অর অ্যাওয়ার্ড। ফুটবলের বিখ্যাত নিউজ পোর্টাল গোল ডট কমের দর্শকদের ভোটে জয় লাভ করেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার।

২৮ হাজারেরও বেশি দর্শকের মধ্যে ৭ হাজার ভোট পেয়ে ‘হেয়ারস্টাইলিশ’ অ্যাওয়ার্ডটি জেতেন রোনালদো।

ফুটবল বিশ্বে এমনিতে খেলার কৌশলের কারণে সেরা রোনালদো। এছাড়া তার হেয়ারস্টাইল মুদ্ধ করে সারা বিশ্বের সমর্থকদের। তাই টানা দ্বিতীয়বার অ্যাওয়ার্ডটি পেলেন পর্তুগিজ অধিনায়ক।

এবারের সমর্থকদের ভোটে দ্বিতীয় হয়েছেন বার্সেলোনা তারকা নেইমার। ব্রাজিলিয়ান অধিনায়ক মোট ভোটের ১৩ শতাংশ পেয়ে দ্বিতীয় হয়েছেন। অন্যদিকে ইংলিশ ক্লাব সাউদাম্পটনে খেলা ইতালির স্ট্রাইকার গ্রাজিয়ানো পেল্লে ১১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

২০১৪ সালে রোনালদো শিরোপা জিততে পেছনে ফেলেন আন্দ্রে পিরলো ও নেইমারকে। জানুয়ারিতে দেওয়া হবে ফুটবলের ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে বড় পুরস্কার ব্যালন ডি’অর। এ পুরস্কারে সেরা তিনজনের তালিকায় রয়েছেন সিআর সেভেন। তালিকায় আরও রয়েছেন লিওনেল মেসি ও নেইমার। তবে এবারের শিরোপাটির বড় দাবিদার আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ৩০ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।