ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বায়ার্নের যত হাস্যকর মুহূর্ত (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
বায়ার্নের যত হাস্যকর মুহূর্ত (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৫ পেরিয়ে এবার ২০১৬ সালের মিশনে নামবে বিশ্বসেরা ক্লাবগুলো। তবে অতীতকে তো আর ভুলে থাকা যায় না।

অনেক স্মৃতিই জড়িয়ে থাকে। এবার বায়ার্ন মিউনিখ তাদের গত বছরের সবচেয়ে মজার বা হাস্যকর মুহূর্ত সবার সঙ্গে শেয়ার করেছে।

ইউটিউবে ২০১৫ সালে নিজেদের সবচেয়ে হাস্যকর মুহূর্তগুলোর একটি ভিডিও পোস্ট করেছে জার্মান জায়ান্টরা। এর মধ্যে বাভারিয়ানদের ট্রেনিং সেশন, সাক্ষাৎকার বা ম্যাচের সংবাদ সম্মেলনসহ নানারকম হাস্যকর মুহূর্তের চিত্র উঠে আসে। বিশেষ করে, থমাস মুলার যেন সবচেয়ে বেশি রসিকতায় মাতেন।

বুন্দেসলিগায় বরাবরই অাধিপত্য বিস্তার করে আসছে বায়ার্ন। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরেও তারা শিরোপা জেতার অন্যতম দাবিদার। সব মিলিয়ে বছর জুড়েই অনেকটা নির্ভার থাকে বাভারিয়ানরা। তাইতো সতীর্থদের সঙ্গে এতো এতো মজার মুহূর্ত উপভোগ করেন মুলার-রোবেন-ভিদাল-লেভানডফস্কিরা।

২০১৫ সালের ধারাবাহিকতায় ২০১৬ সালটাও নিশ্চয়ই ভালো কাটবে বায়ার্নের! হয়তো চলতি বছর শেষেও এমন হাস্যকর ভিডিও সবার সঙ্গে শেয়ার করবে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। বলাই বাহুল্য, আগামী ২৩ জানুয়ারি বছরের প্রথম লিগ ম্যাচে হামবুর্গের মুখোমুখি হবে পেপ গার্দিওলার শিষ্যরা।

২০১৫ সালে বায়ার্নের হাস্যকর মুহূর্তগুলোর ভিডিও


বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।