ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

অ্যাতলেতিকোয় আর্জেন্টাইন মিডফিল্ডার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
অ্যাতলেতিকোয় আর্জেন্টাইন মিডফিল্ডার ছবি: সংগৃহীত

ঢাকা: উইন্টার ট্রান্সফার উইন্ডোতে স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদ দলে ভিড়িয়েছে আর্জেন্টাইন মিডফিল্ডার আগুস্টো মাতিয়াস ফার্নান্দেজকে। ২৯ বছর বয়সী এ ফুটবলারকে ২০১৯ সাল পর্যন্ত ক্লাবের হয়ে খেলার চুক্তি করেছে দিয়েগো সিমিওনের অ্যাতিলেতিকো।



২০১৪’র লা লিগা চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো ফার্নান্দেজের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

রিভারপ্লেটের হয়ে এর আগে ৮০ ম্যাচ খেলেছেন ফার্নান্দেজ। ২০০৭-০৮ মৌসুমে সিমিওনের অধীনেই খেলেছিলেন তিনি। এবার অ্যাতলেতিকোয় নাম লেখানোয় গুরু-শিষ্যের আবারো দেখা হচ্ছে স্পেনে।

লা লিগার চলতি আসরে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা অ্যাতলেতিকোর কোচ সিমিওন দলের ‘গুরুত্বপূর্ণ’ ফুটবলার হিসেবেই ফার্নান্দেজকে ক্লাবে টেনেছেন। তিনি জানান, ফার্নান্দেজকে নেওয়ার পেছনে অনেক বড় পরিকল্পনা রয়েছে। আমার দলের থিয়াগো মেন্ডেসের ইনজুরিতে আমরা ফার্নান্দেজকে কাজে লাগাতে পারবো। আর সে মাঠে বিভিন্ন পজিশনে খেলতে সক্ষম। দলে তার উপস্থিতি আমাদের কাজে লাগবে। কারণ সে চমৎকার একজন ফুটবলার।

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের আর্জেন্টিনা স্কোয়াডে ছিলেন ফার্নান্দেজ। আর তিনিই একমাত্র ফুটবলার যাকে বিশ্বমঞ্চে মাঠে নামায়নি রানার্সআপ হওয়া আর্জেন্টিনা।

২০১২ সালে ফার্নান্দেজ সেল্টাভিগোতে নাম লেখান। ১১৩ ম্যাচ খেলেছেন সেল্টার হয়ে। আর্জেন্টাইন জার্সি গায়ে ফার্নান্দেজ খেলেছেন ৯টি ম্যাচ। ২০১১ সালের দেশের হয়ে অভিষেক ঘটে তার।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ০১ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।