ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শেষ ষোলোতে জোকোভিচ-ফেদেরার-সেরেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
শেষ ষোলোতে জোকোভিচ-ফেদেরার-সেরেনা ছবি: সংগৃহীত

ঢাকা: রেকর্ড ৩০০তম গ্রান্ড স্লাম ম্যাচ জিতলেন রজার ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে বুলগেরিয়ান গ্রিগর দিমিত্রভকে হারিয়ে এ মাইলফলক স্পর্শ করেন সুইস তারকা।

ফেদেরারের পর নোভাক জোকোভিচও শেষ ষোলো বা চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন। অন্যদিকে, নারী এককের ম্যাচে দাপুটে জয় তুলে নেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামস।

শুক্রবার (২২ জানুয়ারি) মেলবোর্ন পার্কে তৃতীয় রাউন্ডের ম্যাচে প্রথম সেটটি ৬-৪ ব্যবধানে জিতে নেন ফেদেরার। তবে পরের সেটে ৩-৬ গেমের জয়ে ঘুরে দাঁড়ান দিমিত্রভ। অবশ্য তৃতীয় সেটটি (৬-১) একতরফাভাবেই জিতে নেন সুইস কিংবদন্তি।

আর চতুর্থ সেটটি ৬-৪ গেমে জিতে শেষ ষোলো নিশ্চিত করেন টেনিসের সাবেক নাম্বার ওয়ান। ম্যাচের সময়সীমা দুই ঘণ্টা ৪০ মিনিট। এরই সুবাদে ৩০০টি গ্রান্ড স্লাম ম্যাচ জেতারও দৃষ্টান্ত গড়েন সতেরবারের গ্রান্ড স্লাম জয়ী। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে তিনি বেলজিয়ান ডেভিড গফিনের মুখোমুখি হবেন।

অপর ম্যাচে জোকোভিচের বিপক্ষে অসাধারণ প্রতিদ্বন্দ্বীতা গড়ে তোলেন ইতালির আন্দ্রেস সেপ্পি। প্রথম সেটে ৬-১ গেমের দাপুটে জয় দিয়ে ‍শুরু করেন সার্বিয়ান তারকা। তবে পরেই সেটেই যে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তা বোধ হয় জোকোভিচ কল্পনাও করেননি। কষ্টার্জিত ৭-৫ গেমের জয়ে ২-০ তে লিড নেন ৠাংকিংয়ের শীর্ষ তারকা।

তৃতীয় সেটে আরো আক্রমণাত্মক হয়ে ওঠেন ৩১ বছর বয়সী সেপ্পে। ৬-৬ সমতায় থাকা তৃতীয় সেটটি টাইব্রেকারে নিষ্পত্তি হয়। ৮-৬ ব্যবধানের শ্বাসরুদ্ধকর জয়ে চতুর্থ রাউন্ডে ওঠেন জোকোভিচ। শেষ ষোলোতে তার প্রতিপক্ষ ফ্রান্সের গিলস সিমন।

এদিকে, বড় বোন ভেনাস উইলিয়ামসের হয়ে প্রতিশোধ নেন সেরেনা। দু’সপ্তাহ আগেই নিউজিল্যান্ডের অকল্যান্ডে ভেনাসকে হারিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় জয় পান আঠার বছরের রাশিয়ান তরুণী ডারিয়া কাসাতকিনা। এবার তিনি অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে সেরেনার মুখোমুখি হলেন।

তবে সেরেনার বিপক্ষে ভেনাসের বিপক্ষে ম্যাচটির পুনরাবৃত্তি করতে পারলেন না কাসাতকিনা। বলা বাহুল্য, মার্কিন টেনিস তারকার বিপক্ষে দাঁড়াতেই পারেননি রাশিয়ান টেনিস কন্যা। মাত্র ৪৪ মিনিটেই সরাসরি সেট ৬-১, ৬-১ গেমের দাপুটে জয়ে চতুর্থ রাউন্ডে পা রাখেন সেরেনা।

শেষ ষোলোতেও রাশিয়ান খেলোয়াড়ের মুখোমুখি হবেন সেরেনা। চতুর্থ রাউন্ডে তার প্রতিপক্ষ ৠাংকিংয়ের ৫৮ নম্বরে থাকা ২১ বছর বয়সী মার্গারিতা গাস্পারইয়ান।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
আরএম

** ৬০০তম ম্যাচ জিতে চতুর্থ রাউন্ডে শারাপোভা
** তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন মারে
** দাপুটে জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ
** দুরন্ত গতিতে ছুটছেন ফেদেরার
** তৃতীয় রাউন্ডে সেরেনা-শারাপোভা
** অঘটনের শিকার নাদালের বিদায়
** প্রথম রাউন্ডে মারের শুভ সূচনা
** দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-শারাপোভা
** জয়ে শুরু জকোভিচ-সেরেনার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।