ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মালাগার বিপক্ষে ফিরছেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
মালাগার বিপক্ষে ফিরছেন মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: এক ম্যাচের বিরতিতে পূর্ণ ফিটনেস নিয়ে মাঠে নামছেন লিওনেল মেসি। মালাগা ম্যাচ সামনে রেখে ইতোমধ্যেই সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কা’র বরাত দিয়ে এমনটিই জানা গেছে।

শনিবার (২৩ জানুয়ারি) লা লিগার ম্যাচে স্বাগতিক মালাগার মুখোমুখি হবে বার্সেলোনা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ১৮ জানুয়ারি লিগ ম্যাচটিতে হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। ওই ম্যাচে প্রথমার্ধের পর আর মাঠে নামেননি আর্জেন্টাইন আইকন। তা সত্ত্বেও লুইস সুয়ারেজের হ্যাটট্রিকের সুবাদে ৬-০ গোলের দাপুটে জয় তুলে নেয় কাতালানরা। যার শুরুটা করে দিয়ে যান মেসি।

অবশ্য, মেসির ইনজুরি অতটা গুরুতর ছিল না। দু’দিনের মাথায় বিলবাওয়ের বিপক্ষেই তার ফেরার কথা ছিল। কিন্তু, কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তাকে স্কোয়াডে রাখার ঝুঁকি নেননি বার্সা কোচ লুইস এনরিক।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।