ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

এসএ গেমসে ২৩ সদস্যের অলিম্পিক দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এসএ গেমসে ২৩ সদস্যের অলিম্পিক দল

ঢাকা: আগামী ০৬ ফেব্রুয়ারি ভারতের গুয়াহাটি ও শিলংয়ে শুরু হবে এসএ গেমসের দ্বাদশ আসর। আর আসন্ন আসরে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ পুরুষ ফুটবল দল খেলবে নেপাল ও ভুটানের বিপক্ষে।

গত আসরেও এই দুটি দেশকে গ্রুপ সঙ্গী হিসেবে পেয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশের গ্রুপে আফগানিস্তানও ছিল। তবে, শেষ মুহূর্তে আফগানরা নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দেশটির পুরুষ ও নারী দল এবারের আসরে অংশ নিচ্ছে না।

আফগানরা নাম প্রত্যাহার করায় বাংলাদেশের নারী দলকে গ্রুপ পর্বে খেলতে হবে না। তারা সরাসরি উঠে গেছে সেমিফাইনালে।

বাংলাদেশ পুরুষ ফুটবল দল ০৯ ফেব্রুয়ারি এসএ গেমসের দ্বাদশ আসরের মিশন শুরু করবে। গঞ্জালো সানচেজ মরেনোর শিষ্যরা প্রথম ম্যাচে লড়বে ভুটানের বিপক্ষে। ১১ ফেব্রুয়ারি নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ থেকে অংশগ্রহণের জন্য ২৩ সদস্যের অলিম্পিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আসন্ন টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ফুটবলারদের আগামী ২৪ ফেব্রুয়ারি সাভারস্থ বিকেএসপিতে দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

২৩ সদস্যের অলিম্পিক দল:
রাসেল মাহমুদ, আনিসুর রহমান, রাজীব, তপু বর্মন, রায়হান হাসান, ইয়াসিন খান, রেজাউল করিম, শাকিল আহমেদ, টুটুল হোসেন বাদশা, ইউসুফ সিফাত, জামাল ভূঁইয়া, ফজলে রাব্বি, মাসুক মিয়া জনি, ওমর ফারুক বাবু, শাহেদুল আলম শহীদ, সোহেল রানা, হেমন্ত ভিনসেন্ট, আতিকুর রহমান, জুয়েল রানা, আমিনুর সজীব, রুবেল মিয়া, নাবিব নেওয়াজ জীবন ও তকলিস আহমেদ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২২ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।