ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নেইমার-রিয়াল গুঞ্জনে ক্ষুব্ধ নেইমার সিনিয়র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
নেইমার-রিয়াল গুঞ্জনে ক্ষুব্ধ নেইমার সিনিয়র ছবি: সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদ প্রতিনিধির সঙ্গে নেইমারের সাক্ষাতের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান সেনসেশনের বাবা। ন্যু ক্যাম্পেই ছেলের ভবিষ্যৎ দেখছেন নেইমার সান্তোস সিনিয়র।



এর আগে স্প্যানিশ গণমাধ্যম ‘ওন্ডা সিরো’তে প্রকাশিত হয়, জুরিখে ১১ জানুয়ারির ব্যালন ডি’অর অনুষ্ঠানে রিয়াল প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন নেইমার। ওই সময়ে তার বাবা, এজেন্ট ওয়াগনার রিবেইরো ও বার্সার দক্ষিণ আমেরিকান প্রতিনিধি আন্দ্রে কুরি উপস্থিত ছিলেন বলেও দাবি করা হয়। বলা হয়, উক্ত ব্যক্তি (নাম ‍জানা যায়নি) রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের বন্ধু।

এতেই গুজব রটে, রিয়ালে পাড়ি জমানোর বিষয়ে দু’পক্ষের আলোচনা হয়। তবে সব গুঞ্জন এক কথায় উড়িয়ে দিয়েছেন নেইমার সিনিয়র, ‘রিয়ালের সঙ্গে সাক্ষাতের বিষয়টি কেউ উদ্ভাবন করেছে। এর কোনো ভিত্তি নেই। ব্যালন ডি’অর অনুষ্ঠানে আমরা সবাই (বার্সা ও রিয়াল দল) একই হোটেলে ছিলাম। সবাই একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। কিন্তু, ওই সময়ে মিটিং হওয়ার খবরটি সম্পূর্ণ বানোয়াট। ’

নেইমারের বাবা আরো যোগ করেন, ‘আন্দ্রে কুরি (বার্সার এজেন্ট হিসেবে দ. আমেরিকা অঞ্চলের বিষয় দেখভাল করেন) বার্সার একজন কর্মকর্তা। আমরা তার সঙ্গে দেখা করেছি। যেখানে রিয়ালের একজন প্রতিনিধি ছিলেন। তার মানে এই নয় যে, আমরা রিয়ালের সঙ্গে অালোচনা করেছি। যেমনটি ভাবা হচ্ছে, এটা তেমন কিছুই বোঝাচ্ছে না। ’

রিয়ালের সঙ্গে নেইমারের দলবদলের বিষয়ে তার এজেন্ট বা অন্য কারো ক্ষমতা আছে বলে মনে করেন না নেইমার সিনিয়র। তিনি জোর দিয়েই বলেন, একমাত্র ব্যক্তি হিসেবে ব্রাজিলিয়ান অধিনায়কের সব দায়দায়িত্ব তার (নেইমারের বাবা) ওপরই বর্তায়।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।