ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রাতে মাঠে নামছে ইংলিশ জায়ান্টরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
রাতে মাঠে নামছে ইংলিশ জায়ান্টরা ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে অর্ধেক মৌসুম শেষে জায়ান্ট দলগুলো বর্তমান শিরোপার জন্য লড়াই করছে। এরই লক্ষ্যে শনিবার (২৩ জানুয়ারি) রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চলতি মৌসুমে বিস্ময় জাগানিয়া দল লিচেস্টার সিটি।



সন্ধ্যা পৌনে সাতটায় নরওয়েচ সিটির বিপক্ষে তাদেরই ঘরের মাঠ ক্যারো রোডে আতিথিয়েতা নিতে যাবে লিভারপুল। ২২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নয়ে রয়েছে ইয়ুর্গান ক্লপের অলরেডসরা। আর সমান ম্যাচে ১৬তে থাকা নরয়েচের সংগ্রহ ২৩। দু’দলের সর্বশেষ পাঁচবারের সাক্ষাতে লিভারপুল চার জয়ের বিপরীতে ড্র করেছে একটিতে।

রান নয়টায় ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সাউদাম্পটনকে আমন্ত্রণ জানাবে ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমের মাঝে এসে বাজে পারফর্ম করা রেড ডেভিলস কোচ লুইস ফন গাল ‍অবশ্য এখনও শিরোপার আশা ছাড়ছেন না। ২২ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে রয়েছে ওয়েইন রুনিরা। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দশে রয়েছে সাউদাম্পটন। দু’দলের সর্বশেষ মুখোমুখি দেখায় ম্যানইউ জিতেছে দুটিতে। হেরেছে একটি ম্যাচে। ড্র হয়েছে বাকি দুটি ম্যাচ।

রাত সাড়ে এগারোটায় বোলিয়েন গ্রাউন্ডে ম্যানচেস্টার সিটিকে আতিথিয়েতা জানাবে ওয়েস্টহাম ইউনাইটেড। এ ম্যাচ জিতে আর্সেনাল থেকে এক ম্যাচ বেশি খেলে লিগ টেবিলের শীর্ষে যাওয়ার সুযোগ রয়েছেন ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যদের সামনে। তবে অন্যম্যাচে ড্র বা হারতে হবে লিচেস্টারকে।

২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে ম্যানসিটি। অন্যদিকে সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে ওয়েস্ট হাম। দু’দলের সর্বশেষ পাঁচবারের লড়াইয়ে সিটিজেনরা জিতেছে তিনটিতে। বিপরীতে হেরেছে দুটি ম্যাচে।

এদিকে রাত নয়টায় ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে স্টোক সিটির বিপক্ষে মাঠে নামবে লিচেস্টার। ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে ফক্সরা। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সাতে স্টোক সিটি।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ২৩ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।