ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ভারতে ৬১তম বাংলাদেশের ফাহাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
ভারতে ৬১তম বাংলাদেশের ফাহাদ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের চেন্নাই শহরে অনুষ্ঠিত ‘অষ্টম চেন্নাই ওপেন ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টারস দাবা প্রতিযোগিতায়’ শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৬১তম স্থান লাভ করেছেন।

ফাহাদ ১০ খেলায় ৬ পয়েন্ট অর্জন করেন।

টুর্নামেন্টের অনুষ্ঠিত দশম বা শেষ রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের সাদওয়ানী রৌনককে পরাজিত করেন।

রাশিয়ার গ্র্যান্ড মাস্টার বিলাউস ভ্লাদিমির ৮.৫ পয়েন্ট পেয়ে এ ইভেন্টে চ্যাম্পিয়ন হন। ১১টি দেশের ২০জন গ্র্যান্ড মাস্টার, ২জন মহিলা গ্র্যান্ড মাস্টার ও ২৩জন আন্তর্জাতিক মাস্টারসহ ২১৪জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ২৫ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।