ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ইতিহাস গড়বেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
ইতিহাস গড়বেন নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: বয়সে লিওনেল মেসির চেয়ে পাঁচ আর ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে সাত বছরের ছোট নেইমার। একজন ক্লাব সতীর্থ।

অপরজন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ তারকা। গত আট বছর ধরেই বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব ব্যালন ডি’অর মেসি-রোনালদোর দখলে। ভবিষ্যতে তাদের পথ ধরে ব্রাজিলিয়ান সেনসেশনও ইতিহাস গড়বেন বলে বিশ্বাস করেন সাবেক স্প্যানিশ খেলোয়াড় গাইজকা মেন্ডেইতা।

সম্প্রতি ২০১৫ ফিফা ব্যালন ডি’অরের সেরা তিনে থেকে অদূর ভবিষ্যতে বিশ্বসেরা হওয়ার জানান দেন ২৩ বছর বয়সী নেইমার। বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান অধিনায়ক চলতি মৌসুমে ইতোমধ্যেই ২৫ ম্যাচে প্রতিপক্ষের জালে ২০ বার বল জড়িয়েছেন। আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৭টি।

গোল ডট কম কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে মেন্ডেইতা বলেন, ‘রোনালদো ও মেসি ইতোমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছে। নেইমারও সে পথে হাঁটছে। আমার বিশ্বাস, মেসি-রোনালদোর পথ ধরে নেইমারও ইতিহাস গড়বে। কিন্তু, নম্রতা ও পরিপূর্ণ সাফল্যলাভের জন্য প্রেরণা না থাকলে প্রতিভা কিছুই না। এ সব কিছুই তারা চায়। ’

সাবেক স্প্যানিশ ও বার্সা মিডফিল্ডার উল্লেখ করেন, ‘তিনজনই প্রতিদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং সেরা পারফরম্যান্স দিয়ে একে অপরকে আরো ভালো করার তাগিদ দিচ্ছে। ’

বার্সার ফ্রন্টলাইনে থাকা ‘এমএসএন’ (মেসি, সুয়ারেজ, নেইমার) ত্রয়ীর ভূয়সী প্রশংসা করতেও ভোলেননি মেন্ডেইতা। এ মৌসুমে তিনজন মিলে এরই মধ্যে ৬৯টি গোল করেছেন। মেন্ডেইতার ভাষ্য, ‘আক্রমণভাগে তারাই (এমএসএন) যে সর্বকালের সেরা তা আমি নিশ্চিত নয়। তবে নিশ্চিতভাবেই অন্যতম সেরা। তাদের মতো খেলোয়াড় থাকলে ফুটবলে সবসময়ই আধিপত্য বিস্তার করা যায়। ’

বার্সা টিম প্রসঙ্গে ৪১ বছর বয়সী মেন্ডেইতার অভিমত, ‘গত ১৫ বছরে নিশ্চিতভাবেই বার্সেলোনাই সেরা। আক্রমণাত্মক ফুটবলে তারা মন্ত্রমুগ্ধ করে রাখে। মেসি, নেইমার ও সুয়ারেজ উজ্জ্বল তারকা। কিন্তু, নিজেদের ঘিরে তাদের একটি কার্যকরী টিম দরকার। ’

তবে কী বার্সার মিডফিল্ড ‍ও আক্রমণভাগের ওপর আস্থা রাখতে পারছেন না ২০০২-০৩ মৌসুমে কাতালানদের হয়ে ধারে খেলা মেন্ডেইতা!

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।