ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

দ্বিতীয়ার্ধের গোলে জিতলো ফকিরাপুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
দ্বিতীয়ার্ধের গোলে জিতলো ফকিরাপুল

ঢাকা: বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে জয় পেয়েছে ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাব। ভিক্টোরিয়া স্পের্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে তারা এই জয় তুলে নেয়।

ফকিরাপুলের হয়ে গোল দু’টি করেছেন আলমগীর ও রাসেল।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধের শুরু থেকেই খেলায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে দুই দল। ফলে  আক্রমণ ও পাল্টা-আক্রমণের মধ্যদিয়ে খেলার শুরতেই এগিয়ে যেতে চায় দু’দলই। কিন্তু দল দুটির রক্ষণ দুর্গের কারণে সেটা না হওয়ায় প্রথমার্ধ শেষে গোলশূন্য অবস্থায় বিরতিতে যেতে হয়।

দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে আলমগীর ভিক্টোরিয়ার জালে বল জড়িয়ে দলকে ১-০ তে এগিয়ে দেন। এর ঠিক পাঁচ মিনিট পর আবার দারুণ এক আক্রমণ রচনা করে দলীয় ব্যবধান দ্বিগুণ করেন রাসেল।
 
এরপর ইয়ংমেন্সদের চেয়ে পিছিয়ে থেকে খেলায় ফিরতে চেয়েছিল ভিক্টোরিয়া। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই মিশন সফল না হওয়ায় খেলা শেষে হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়েতে হয়।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ২৬ জানুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।