ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ফন গালকে বাঁচালেন রুনিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
ফন গালকে বাঁচালেন রুনিরা ছবি: সংগৃহীত

ঢাকা: সময়টা খুবই খারাপ যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ জায়ান্টদের একের পর এক ব্যর্থতায় চাকরি হারানো পথে কোচ লুইস ফন গাল।

তবে এমন সময় দলের দারুণ এক জয়ে আপাতত শান্তির ছায়া মিললো ম্যানইউ কোচের। আর দলের হয়ে এমন সুখ বার্তা এনে দিলেন ওয়েন রুনি, ডেলে ব্ল্যাইন্ড ও হুয়ান মাতারা।

রোববার এফএ কাপের চতুর্থ রাউন্ডে ডার্বি কাউন্টির বিপক্ষে খেলতে নেমেছিলো রেড ডেভিলসরা। আর আইপ্রো স্টেডিয়ামে খেলা এ ম্যাচে ৩-১ গোলের দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে ফন গালের শিষ্যরা।

এদিন খেলার শুরু থেকে আক্রমণাত্মক খেলা ম্যানইউ ম্যাচের ১৬ মিনিটেই লিড পায়। অ্যান্তোনিও মার্শালের সহায়তায় গোলটি করেন অধিনায়ক রুনি। তবে ম্যাচের ৩৭ মিনিটে বিপক্ষ দলের জর্জ থ্রোন গোল করলে সমতা নিয়ে বিরতিতে যায় ওল্ড ট্রাফোডের দলটি।

বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় সফরকারী দল ম্যানইউ। এরই সুবাদে ম্যাচের ৬৫ মিনিটে আবারও লিড পায় দলটি। দারুণ এক গোল করে স্কোর লাইন ২-১ করেন ব্ল্যাইন্ড। আর ৮৩ মিনিটে সেই মার্শালের অ্যাসিস্টে হুয়ান মাতা গোল করলে বড় জয় নিশ্চিত হয় ম্যানইউ’র।

খেলার বাকি সময় আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফন গালের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ৩০ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।