ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ছন্দে থাকা বার্সার প্রতিপক্ষ অ্যাতলেটিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
ছন্দে থাকা বার্সার প্রতিপক্ষ অ্যাতলেটিকো ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমে বার্সেলোনার পিছু ছাড়ছেই না অ্যাতলেটিকো মাদ্রিদ। শিরোপা গন্ধে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পিছিয়ে বার্সার সঙ্গে সমান তালে লড়ে যাচ্ছে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

এবার লা লিগার ম্যাচে মুখোমুখি বার্সা ও অ্যাতলেটিকো। যে দলই জয় পাবে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান তাদের।

শনিবার (৩০ জানুয়ারি) ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে অ্যাতলেটিকোকে আতিথিয়েতা জানাবে বার্সা। বাংলাদেশ সময় রাত নয়টায় ম্যাচটি সরাসরি টেলিভিশনের পর্দায় দেখা যাবে। আর এ ম্যাচে খেলার আগে বেশ হিসেবে-নিকেশ করেই মাঠে নামতে হচ্ছে দু’দলকে।

লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সার অবশ্য জয়জয়কার চলছেই। ক’দিন আগেই কোপা দেল রে’তে অ্যাথলেটিক বিলবাওকে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লুইস এনরিকের শিষ্যরা। তবে কপাল পুঁড়েছে অ্যাতলেটিকোর। সেল্টা ভিগোর বিপক্ষে প্রথম লেগ গোলশূন্য হওয়ার পর দ্বিতীয় লেগে ৩-২ গোলে হেরে আসর থেকে বিদায় নিতে হয়।

২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মেসি-সুয়ারেজ-নেইমারদের কাতালানরা। আর এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট রয়েছে অ্যাতলেটিকোর।

এদিকে দারুণ ফর্মে থাকা বার্সার আবার অ্যাতলেটিকোর বিপক্ষে পরিসংখ্যানটাও দুর্দান্ত। শেষ ১১ লিগ খেলায় সিমিওন শিষ্যদের বিপক্ষে হারেনি বার্সা। যার মধ্যে জয় এসেছে নয়টিতে। বাকি দুটি ম্যাচ ড্র। ঘরের মাঠেও অসাধারণ বার্সা। এনরিক শিষ্যরা ক্যাম্প ন্যু’তে অ্যাতলেটিকোর বিপক্ষে শেষ নয় ম্যাচে কোন হার দেখেনি। জয় পেয়েছে সাতটিতে। আর ড্র হয়েছে দুটিতে।

বার্সা সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের সবক’টিতেই জয় পেয়েছে। অন্যদিকে অ্যাতলেটিকো দুই জয়ের বিপরীতে হেরেছে একটি ম্যাচে। বাকি দুটি ম্যাচ ড্র হয়। এবারের মৌসুমে দু’দলের প্রথম লেগের খেলায় বার্সা ২-১ গোলে জয় পেয়েছিলো অ্যাতলেটিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে।

কাতালানরা কিছুটা ইনজুরি সমস্যায় ভুগছে। জ্বরে ভুগছেন আরদা তুরান। আর হ্যামিস্ট্রিংয়ের কারণে বিলবাওয়ের বিপক্ষে খেলতে পারেননি জর্দি আলবা। অ্যাঙ্কেলের ইনজুরি সমস্যায় রয়েছেন নেইমার। আর অ্যাতলেটিকো স্ট্রাইকার ফার্নান্দো তোরেসও রয়েছেন ইনজুরিতে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ৩০ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।