ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রেকর্ড গড়ার লক্ষ্যেই মাঠে নামবে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
রেকর্ড গড়ার লক্ষ্যেই মাঠে নামবে বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: ইতিহাসের সামনে দাঁড়িয়ে ফুটবল ক্লাব বার্সেলোনা। আর একটি খেলায় জয় অথবা ড্র করলেই স্প্যানিশ দল হিসেবে সর্বোচ্চ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়বে লুইস এনরিকের শিষ্যরা।

এরই ধারাবাহিকতায়  কোপা দেল রে’র দ্বিতীয় সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হচ্ছে কাতালানরা।

বুধবার মধ্যরাতে স্তাদিও দি মেস্তালায় বার্সাকে আতিথিয়েতা জানাবে ভ্যালেন্সিয়া। বাংলাদেশ সময় রাত দুইটায় সরাসরি খেলাটি টিভির পর্দায় সম্প্রচারিত হবে। এর আগে প্রথম লেগের খেলায় বার্সা ৭-০ ব্যবধানে জিতে ইতোমধ্যে ফাইনালে এক পাঁ দিয়ে রেখেছে। তাই এ ম্যাচে ড্র করলেই রেকর্ড গড়বে দলটি।

২০১০-১১ মৌসুমে সাবেক কোচ পেপ গার্দিওলার অধীনে টানা ২৮ ম্যাচে অপরাজিত ছিলো বার্সা। আর লেভান্তের বিপক্ষে লা লিগার ম্যাচে ২-০ গোলে জিতে সেই রেকর্ডে ভাগ বসায় এনরিক শিষ্যরা। দুর্দান্ত ফর্মে রয়েছেন দলের আক্রমণ ভাগ থেকে শুরু করে রক্ষণভাগ পর্যন্ত। ভ্যালেন্সিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। কিছুটা অফ ফর্মে থাকলেও এ ম্যাচেও জ্বলে উঠতে পারেন নেইমারও।

এদিকে কিডনি সমস্যায় ভোগা আর্জেন্টাইন অধিনায়ক মেসিকে এ ম্যাচে বিশ্রাম দিতে পারেন এনরিক। এর আগে ক্লাব বিশ্বকাপে একই কারণে খেলতে পারেননি পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জয়ী এ তারকা।

বার্সা নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের সবকটিতেই জিতেছে। তবে বিপক্ষ দল ভ্যালেন্সিয়া শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে। একটি জয়ের বিপরীতে ড্র করেছে অপর ম্যাচে।

দু’দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতেও বেশ এগিয়ে ক্যাম্প ন্যু’র দল বার্সা। চার জয়ের বিপরীতে হেরেছে একটিতে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।