ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মারেকে কাঁদিয়ে শিরোপা জোকোভিচের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
মারেকে কাঁদিয়ে শিরোপা জোকোভিচের ছবি: সংগৃহীত

ঢাকা: পাঁচ পাঁচবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেও খালি হাতে ফিরলেন অ্যান্ডি মারে। গত আসরের পর এবারও নোভাক জোকোভিচের কাছে স্বপ্নভঙ্গ হলো ব্রিটিশ নাম্বার ওয়ানের।

সরাসরি সেট ৬-১, ৭-৫, ৭-৬ গেমে জিতে রেকর্ড ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন সার্বিয়ান টেনিস সেনসেশন।

রোববার (৩১ জানুয়ারি) মেলবোর্নের রড লেভার অ্যারেনার হাইভোল্টেজ ফাইনাল ছিল মারের জন্য প্রতিশোধের উপলক্ষ। অবশ্য, পরিসংখ্যানে সবদিক থেকে এগিয়ে থেকিই কোর্টে নামেন জোকোভিচ। ম্যাচেও এর প্রতিফলন ঘটান ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। বলা বাহুল্য, এ নিয়ে সর্বশেষ ৩১ বারের দেখায় মাত্র ৯টিতে জয়ের দেখা পান মারে।

প্রথম সেটে (৬-১) তো মারেকে দাঁড়াতেই দেননি জোকোভিচ। তবে পরের সেটে অবশ্য ঘাম ঝড়ানো জয় পান সার্বিয়ান টেনিস তারকা। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৭-৫ গেমে জিতে ২-০ তে লিড নেন তিনি।

তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর মিশনে ভাগ্যের ছোঁয়াও পাননি মারে। ৬-৬ গেমে সমতা থাকার পর টাইব্রেকারে হার মানেন। ৭-৩ পয়েন্টের জয়ে শিরোপা উল্লাসে মাতেন জোকোভিচ। পুরো ম্যাচের ব্যাপ্তি দুই ঘণ্টা ৫৩ মিনিট।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরএম

** সেরেনাকে ইতিহাস গড়তে দিলেন না কারবার
** ফাইনালের টিকিট নিশ্চিত করলেন মারে
** টানা তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম জিতলেন সানিয়া-হিঙ্গিস
** ফেদেরারকে উড়িয়ে ফাইনালে জোকোভিচ
** ফাইনালে অদম্য সেরেনা, প্রতিপক্ষ কেরবার
** ফেরারকে হারিয়ে শেষ চারে মারে
** সেমিতে মুখোমুখি জোকোভিচ-ফেদেরার
** বার্ডিচকে হারিয়ে সেমিতে ফেদেরার
** সেমিতে সানিয়া-হিঙ্গিস জুটি
** শারাপোভাকে হারিয়ে সেমিতে সেরেনা
** জোকোভিচ-ফেদেরারের পর কোয়ার্টারে মারে
** দাপুটে জয়ে কোয়ার্টারে সানিয়া-হিঙ্গিস জুটি
** কোয়ার্টারে সেরেনার মুখোমুখি শারাপোভা
** শেষ আটে জোকোভিচ-ফেদেরার
** অপ্রতিরোধ্য সানিয়া-হিঙ্গিস জুটি
** শেষ ষোলোতে জোকোভিচ-ফেদেরার-সেরেনা
** ৬০০তম ম্যাচ জিতে চতুর্থ রাউন্ডে শারাপোভা
** তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন মারে
** দাপুটে জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ
** দুরন্ত গতিতে ছুটছেন ফেদেরার
** তৃতীয় রাউন্ডে সেরেনা-শারাপোভা
** অঘটনের শিকার নাদালের বিদায়
** প্রথম রাউন্ডে মারের শুভ সূচনা
** দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-শারাপোভা
** জয়ে শুরু জকোভিচ-সেরেনার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।