ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৬ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় ‘ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ-২০১৫’।
 
১০টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বাংলাদেশ নৌবাহিনী দাবা দল রানার্স-আপ হয়। আর গোল্ডেন স্পোর্টিং ক্লাব তৃতীয় স্থান লাভ করে।
 
নানা কারণে সে সময় ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের পুরস্কার বিতরণী আয়োজন করা সম্ভব হয়নি। অবশেষে রোববার (৩১ জানুয়ারি) বাংলাদেশ দাবা ফেডারেশনের কক্ষে বিকেল ৩টায় ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
 
সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খাঁন, এমপি। পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন এজিএম মেহরাব হোসেন আসিফ। এ ছাড়া ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ৩১ জানুয়ারি ২০১৬
এমআর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।