ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রোনালদোর জবাবে উচ্ছ্বসিত জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
রোনালদোর জবাবে উচ্ছ্বসিত জিদান ছবি : সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমে নিজের পারফরম্যান্স নিয়ে বেশ কয়েকবারই সমালোচার সম্মুখীন হন ক্রিস্টিয়ানো রোনালদো। দলের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে সেভাবে মেলে ধরতে ব্যর্থ হচ্ছেন বলেই যত বিপত্তি! কিন্তু, সর্বশেষ ম্যাচে এসপানিওলের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে যেন সমালোচকদের পাল্টা জবাব-ই দিলেন সিআর সেভেন।



মাঠের খেলায় এমন পারফরম্যান্সে রোনালদোর ভূয়সী প্রশংশা করলেন কোচ জিনেদিন জিদান। ফ্রেঞ্চ কিংবদন্তির মতে, সব সমালোচনা ভুল প্রমাণ করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার (৩১ জানুয়ারি) রাতের ম্যাচটিতে এসপানিওলকে ৬-০ গোলে উড়িয়ে দেয় গ্যালাকটিকোরা।

এদিকে, হ্যাটট্রিকের সুবাদে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজকে ছুঁয়ে ফেলেন রোনালদো। ২০১৫-১৬ মৌসুমে এখন পর্যন্ত দু’জনই প্রতিপক্ষের জালে ১৯ বার বল জড়িয়েছেন। বলা যায়, সমালোচনা পেছনে ফেলে জিদানের অধীনে সময়টা বেশ উপভোগই করছেন তিনবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।

দলে রোনালদোর অবদানে জিদান রীতিমত উচ্ছ্বসিত, ‘আমরা রোনালদোকে সঠিকভাবে ব্যবহার করতে পারছি। সে অনেক গোল করছে। কিন্তু, গোল করতে ব্যর্থ হলেই অনেকের চোখে সে ভালো পারফরম্যান্স করছে না বলে ধারণা জন্মায়। এটা ভবিষ্যতেও থাকবে। ’

ফ্রেঞ্চ কিংবদন্তি যোগ করেন, ‘রোনালদো যদি ম্যাচে গোলস্কোর করতে নাও পারে তাতেও কোনো সমস্যার অবকাশ নেই। সে খুবই উচ্চকাঙ্ক্ষী এবং প্রতিনিয়তই কঠোর পরিশ্রম করে যাচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএম

** রোনালদোর হ্যাটট্রিকে উড়ে গেল এসপানিওল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।