ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

গার্দিওলাকে নিশ্চিত করলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
গার্দিওলাকে নিশ্চিত করলো ম্যানসিটি ছবি : সংগৃহীত

ঢাকা: অবশেষে পেপ গার্দিওলার সঙ্গে চুক্তি সম্পন্নের বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। আগামী মৌসুমে তিন বছরের চুক্তিতে ম্যানুয়েল পেলেগ্রিনির স্থলাভিষিক্ত হবেন গার্দিওলা।

সোমবার (০১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইংলিশ জায়ান্টরা।

গোল ডট কম এর বরাত দিয়ে এমনটিই জানা গেছে। গত বছর থেকেই গার্দিওলার বায়ার্ন মিউনিখ ছেড়ে ইংলিশ লিগে পাড়ি জমানোর গুঞ্জন ওঠেছিল। আর গত মাসের শুরুর দিকে জানা যায়, গার্দিওলার সঙ্গে চুক্তি সম্পন্নের দৌড়ে সফল হয়েছে ম্যানসিটি। আনুষ্ঠানিক ঘোষণাটাই কেবল বাকি ছিল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেটিও জানিয়ে দিল সিটিজেনরা।

বায়ার্নের সঙ্গে যে চুক্তি নবায়ন করবেন না সেটি আগেই জানিয়ে দিয়েছিলেন সাবেক বার্সেলোনা কোচ গার্দিওলা। চলতি মৌসুম শেষেই বাভারিয়ানদের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইংলিশ লিগে পা রাখছেন ৪৫ বছর বয়সী এ স্প্যানিশ কোচ।

অন্যদিকে, ২০১৫-১৬ মৌসুম শেষে পেলেগ্রেনির চুক্তির মেয়াদ শেষ হবে। যদিও গত বছরের আগস্টে তার সঙ্গে এক বছরের চুক্তি নবায়ন করে ম্যানসিটি। তবে আসছে মৌসুমেই ৬২ বছর বয়সী চিলিয়ান কোচকে গার্দিওলার কাছে জায়গা ছেড়ে দিতে হচ্ছে। তার অধীনে ২০১৩-১৪ মৌসুমে ক্যাপিটাল ওয়ান কাপ ও ইংলিশ লিগ চ্যাম্পিয়ন হয় সিটিজেনরা।

এক মৌসুমের বিরতিতে এবারও লিগ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার পেলেগ্রিনির শিষ্যরা। কোচের বিদায়ী মৌসুমে আগুয়েরো-স্টার্লিং-ডি ব্রুইনরা শিরোপা উপহার দিতে পারবেন কিনা সেটিই এখন দেখার বিষয়!

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।