ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রিয়ালে যোগ দিচ্ছেন হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
রিয়ালে যোগ দিচ্ছেন হ্যাজার্ড ছবি : সংগৃহীত

ঢাকা: গুঞ্জন উঠছে, আসছে সামার ট্রান্সফার উইন্ডোতেই রিয়াল মাদ্রিদে পাড়ি জমাবেন এডেন হ্যাজার্ড। এবার তাতে বাড়তি হাওয়া লাগালেন স্বয়ং চেলসির অন্তর্বর্তীকালীন কোচ গাস হিডিঙ্ক।

আগামী মৌসুমেই বেলজিয়ান উইঙ্গার বার্নাব্যুতে পাড়ি জমাতে পারেন বলে নিশ্চিত করেছেন ডাচ কোচ।

চেলসির হয়ে অনেকটা হতাশাময় সময় পার করছেন হ্যাজার্ড। বলতে গেলে, ফর্মহীনতায় ভুগছেন ২৫ বছর বয়সী এ তারকা খেলোয়াড়। আশ্চর্যজনক হলেও সত্য, ম্যাক ডোন্সের বিপক্ষে এফ এ কাপের ম্যাচে (৩১ জানুয়ারি) চলতি মৌসুমে প্রথম গোলের দেখা পান হ্যাজার্ড।

ব্লুজদের হয়ে ২০১৫-১৬ মৌসুমে সব মিলিয়ে ২৯ ম্যাচে হ্যাজার্ডের গোলসংখ্যা ১! ইংলিশ লিগে এখন পর্যন্ত ২০ ম্যাচ খেলেও গোলের দেখা পাননি বেলজিয়ান তারকা। অথচ, গত মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন হ্যাজার্ড। আর এবার কিনা...! স্ট্যামফোর্ড ব্রিজে বাজে সময় পার করার জের ধরেই তার স্পেনে পাড়ি জমানোর সম্ভাবনা জোরালো হয়।

এক ‍সাক্ষাৎকারে হিডিঙ্ক বলেন, ‘এটা (হ্যাজার্ডের ক্লাব ছাড়ার ইস্যু) আমার ওপর নির্ভর করছে না। এটা ক্লাব কর্তৃপক্ষের বিষয়। হ্যাজার্ডের প্রতি আমার উপদেশ হচ্ছে, ভবিষ্যতে সে চেলসির গ্রেট খেলোয়াড় হতে পারে। চেলসিতে তার মূল্য অনেক। খুবই গুরুত্বপূর্ণ ও মেধাবী খেলোয়াড়। কিন্তু, সামার ট্রান্সফার উইন্ডোতে হ্যাজার্ড ক্লাব ছাড়তে পারে। ’

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।