ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শীর্ষ লিগে সুয়ারেজের পাঁচ বছর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
শীর্ষ লিগে সুয়ারেজের পাঁচ বছর ছবি : সংগৃহীত

ঢাকা: ২০১১ সালের ২ ফেব্রুয়ারি ইংলিশ জায়ান্ট লিভারপুলে পা রাখেন লুইস সুয়ারেজ। অ্যানফিল্ডে সাড়ে তিন মৌসুম কাটিয়ে গত মৌসুমে যোগ দেন বার্সেলোনায়।

দেখতে দেখতে পাঁচটি বছর কেটে গেল। হ্যাঁ, ইউরোপের পাঁচটি শীর্ষ লিগের মধ্যে ইংল্যান্ড ও স্পেনে সাফল্যময় পাঁচ বছর পার করেছেন উরুগুইয়ান স্ট্রাইকার।

পাঁচ বছর আগে ডাচ ক্লাব আয়াক্স থেকে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে সুয়ারেজকে দলে ভেড়ায় লিভারপুল। অল রেডসদের জার্সি গায়ে ১৩৩ ম্যাচে ৮২টি গোল করেন। এর মধ্যে ১০০টি লিগ ম্যাচে রয়েছে ৬৯ গোল।

বলা বাহুল্য, ইংলিশ লিগে নিজের বিদায়ী মৌসুমে (২০১৩-১৪) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন সুয়ারেজ। শুধু তাই নয়, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ওই মৌসুমে তিনি ইউরোপিয়ান গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা) অ্যাওয়ার্ড জিতেছিলেন।

দুর্দান্ত ফর্মে থাকা সুয়ারেজ ২০১৪ সালে অ্যানফিল্ড ছেড়ে ন্যু ক্যাম্পে পাড়ি জমান। বার্সার হয়ে প্রথম মৌসুমেই ট্রেবল জয়ের স্বাদ পান ২৯ বছর বয়সী এ স্ট্রাইকার। গতবার সব মিলিয়ে ৪৩ ম্যাচে ২৫টি গোল করার পর চলতি মৌসুমে গোল করাটা যেন অভ্যাসে পরিণত করেছেন এ নিখুঁত ফিনিশার।

উল্লেখ্য, ২০১৫-১৬ মৌসুমে মেসি-নেইমার-রোনালদোর চেয়েও এগিয়ে সুয়ারেজ। সবার আগে ৩০টি গোল করেন তিনি। ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের কোনো খেলোয়াড়ই তার আগে ত্রিশটি গোলের দেখা পাননি। এখন পর্যন্ত ‘গোলমেশিন’ সুয়ারেজ ৩২ ম্যাচে ৩১ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন।

লা লিগায় চলতি মৌসুমে সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় রোনালদোর সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন সুয়ারেজ। দু’জনই এখন পর্যন্ত ১৯টি করে গোল করেছেন। আর বার্সার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সুয়ারেজের ধারেকাছেও কেউ নেই। উরুগুইয়ান স্ট্রাইকারের ৩১ গোলের বিপরীতে মেসি-নেইমার করেছেন সমান ২১টি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।