ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

খেলা

ডি গিয়ার আত্মঘাতি গোলে হারলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ডি গিয়ার আত্মঘাতি গোলে হারলো ম্যানইউ ছবি: সংগৃহীত

ঢাকা: নিজেদের ভালো ফর্ম কোন ভাবেই ফেরাতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। সর্বশেষ প্রিমিয়ার লিগে দুর্বল সান্ডারল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হার মানলো লুইস ফন গালের শিষ্যরা।

ম্যাচের শেষ দিকে গোলরক্ষক ডি গিয়ার আত্মঘাতি গোলেই হার নিশ্চিত হয় দলটির।

শনিবার স্টেডিয়াম অব লাইটে অতিথি হিসেবে খেলতে যায় রেড ডেভিলসরা। তবে ম্যাচে মাত্র তিন মিনিটেই ওয়াহাবি খাজরির গোলে পিছিয়ে পড়ে সফরকারীরা। কিন্তু বিরতির আগে খেলার ৩৯ মিনিটে অ্যান্তোনিও মার্শালের গোলে সমতায় ফেরে ম্যানইউ।

বিরতির পর দু’দলের মাঝে চলতে থাকে আক্রমণ পাল্টা আক্রমণ। তবে ম্যাচের নির্ধারিত সময়ের আট মিনিট বাকি থাকতে স্প্যানিশ তারকা ডি গিয়ার আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে ম্যানইউ। আর এ পিছিয়ে পড়াই হারের কারণ হয় দলটির।

এ হারের ফলে লিগ টেবিলের সামনের দিকে চারে থাকা নিয়েও শঙ্কা জেগেছে ফন গালের শিষ্যদের মাঝে। বর্তমানে ২৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে রয়েছে দলটি।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।