ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

খেলা

সোস্যাল মিডিয়ায় ইতিহাস গড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
সোস্যাল মিডিয়ায় ইতিহাস গড়লেন রোনালদো ছবি : সংগৃহীত

ঢাকা: প্রথম ক্রীড়াবিদ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০০ মিলিয়ন অনুসারীর ঘরে পা রাখলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রামে প্রতিদিন গড়ে ১ লাখ ৩৫ হাজার ভক্ত পর্তুগিজ অধিনায়কের অনুসারী হচ্ছেন।



বোঝাই যাচ্ছে, সোস্যাল মিডিয়ায় অন্যান্য অ্যাথলেটদের ছাপিয়ে কতটা জনপ্রিয় সিআর সেভেন। এ তালিকায় রোনালদোর কাছাকাছি অবস্থানেও নেই লিওনেল মেসি।

সোস্যাল মিডিয়া ট্র্যাকিং ডাটাবেস ‘Hookit’ এর হিসাব মতে, ফেসবুকে রোনালদোর ফলোয়ারের সংখ্যা ১০৯.৭ মিলিয়ন, ইন্সটাগ্রামে ৪৯.৬ মিলিয়ন ও টুইটারে ৪০.৭ মিলিয়ন। সব মিলিয়ে যা দুইশ মিলিয়ন ২০ কোটির সমান। এ সংখ্যাটা কিন্তু প্রতি মুহূর্তেই দ্রুত হারে বেড়েই চলছে।

বছরের শুরুতেই মেসির কাছে ব্যালন ডি’অর হাতছাড়া করলেও সোস্যাল মিডিয়ায় জনপ্রিয়তার দৌড়ে রোনালদোর ধারেকাছেও নেই বার্সেলোনার প্রাণভোমরা। আর্জেন্টাইন আইকনের অনুসারীর সংখ্যা ১২০.৮ মিলিয়ন। অবশ্য, টুইটারে মেসির অ্যাকাউন্ট নেই।

সূত্রমতে, গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো প্রায় এক বিলিয়ন বার চোখ রাখেন। এতে ৪১.৮ মিলিয়ন নতুন ফলোয়ার যুক্ত হন। বেশিরভাগই আসে ইন্সটাগ্রাম থেকে।

আরেকটি কারণে রোনালদো অহংকার করতেই পারেন। বিশিষ্ট সাবেক ও বর্তমান এনবিএ (বাস্কেটবল) তারকা মাইকেল জর্ডান, কোবে ব্রায়ান্ট, লিব্রন জেমস, কেভিন ডুরান্ট ও স্টেফ কুরির যৌথ ফলোয়ারের সংখ্যা ১৮৭ মিলিয়ন। যেখানে রোনালদোর একার দখলেই দুইশ মিলিয়নের উপরে! অবিশ্বাস্যই বটে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।