ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

নিজেদের মাঠেই গানারদের হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
নিজেদের মাঠেই গানারদের হোঁচট ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ারের ফেভারিট দল আর্সেনাল এফএ কাপের চলমান আসরে বেশ বড়ই হোঁচট খেয়েছে। হালসিটির বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।



স্বাগতিক হিসেবে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নামে আর্সেনাল। এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে নিজেদের সেরাটা দিতে ব্যর্থ গানাররা নিজেদের মাঠে প্রায় ৬০ হাজার দর্শককে একবারও উল্লাসে মেতে উঠার সুযোগ করে দিতে পারেনি।

আর্সেনালের হয়ে মাঠে নামেন ডেভিড ওসপিনা, মারতেসাকার, ফ্লামিনি, ক্যাম্ববেল, ওয়েলব্যাক, থিও ওয়ালকট, অলিভার জিরুদ, অ্যালেক্সিজ সানচেজ আর চেম্বালেইনের মতো তারকারা। তবে, কেউই হালসিটির জালে বল জড়াতে পারেননি।

দুটি পেনাল্টির সুযোগ পেলেও ম্যাচের দায়িত্বে থাকা রেফারি এম ডিন তা নাকচ করে দেন। তবে, ৬৮.৪ শতাংশ বল নিজেদের দখলে রেখেও কোনো গোলের দেখা পায়নি গানাররা।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি ২০১৬
এমআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।