ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

পিছিয়ে থেকেও বায়ার্নের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
পিছিয়ে থেকেও বায়ার্নের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি বুন্দেসলিগায় দারুণ জয় তুলে নিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ডারমসটার্ডের বিপক্ষে ৩-১ গোলে দিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

দলের জয়ে জোড়া গোল করেন থমাস মুলার। আর বাকি গোলটি করেন রবার্ট লেভানোডফস্কি।

গত ম্যাচে আগসবার্গের বিপক্ষে ৩-১ গোলে জেতা বাভারিয়ানরা এ ম্যাচে নিজেদের মাঠ অ্যালিনাজ অ্যারেনায় ডারমসটার্ডকে আতিথেয়তা দেয়। প্রায় ৭০ হাজার দর্শক উপস্থিত হন ম্যাচটি মাঠে বসে দেখার জন্য।

ম্যাচের ২৬ মিনিটে প্রথম লিড নেয় ডারমসটার্ড। স্বাগতিকদের জালে বল জড়ান সান্দ্রো ওয়াগনার। সান্দ্রো সিরিগুর অ্যাসিস্ট থেকে গোলটি করেন তিনি। ফলে, বায়ার্ন ১-০তে পিছিয়ে পড়ে।

প্রথমার্ধে গোল শোধ দিতে ব্যর্থ বায়ার্ন ম্যাচের ৪৯তম মিনিটে সমতায় ফেরে। দলকে সমতায় ফেরান মুলার। ৭১ মিনিটের মাথায় আরতুরো ভিদালের সহায়তায় নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন মুলার। ফলে, ২-১ এ লিড নেয় বাভারিয়ানরা।

ম্যাচের ৮৪ মিনিটে ফ্রাঙ্ক রিবেরির অ্যাসিস্ট থেকে গোল করেন গোলমেশিন খ্যাত লেভানোডফস্কি। ফলে, ৩-১ গোলে এগিয়ে যায় বায়ার্ন। আর স্কোরেই মাঠ ছাড়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করা বায়ার্ন।

এ ম্যাচে জয়ের ফলে পেপ গার্দিওলার শিষ্যরা পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।