ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

২০২০ পর্যন্ত ইউনিসেফের সঙ্গে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
২০২০ পর্যন্ত ইউনিসেফের সঙ্গে বার্সা ছবি : সংগৃহীত

ঢাকা: ইউনিসেফের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তাদের শক্তিশালী পার্টনারশিপটা ২০২০ সাল পর্যন্ত প্রসারিত হচ্ছে।



জানা যায়, ইউনিসেফের চিলড্রেন ফান্ডের তহবিল বাড়িয়ে ৫ লাখ ইউরো দেবে বার্সা। আর প্রতি বছর বাবদ সংস্থাটি পাবে দুই মিলিয়ন ইউরো। বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ ও ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থোনি লেক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এক সাক্ষাৎকারে বার্তোমেউ বলেন, ‘ইউনিসেফের সঙ্গে চুক্তি নবায়ন করতে পেরে আমি উচ্ছ্বসিত। এর একটি বিশাল টাইটেল রয়েছে যে, আমরা প্রতি বছরই শিশুদের জন্য জয়লাভ করবো। এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আমি সাবেক ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা ও পরবর্তীতে একে সমর্থন দেওয়ার জন্য সান্দ্রো রোসেলকে ধন্যবাদ জানাই। একটি ক্লাব হিসেবে আমরা অঙ্গীকারবদ্ধ থাকতে চাই। বর্তমানে শিশুরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এর উন্নয়নে ক্রীড়া একটি মৌলিক ভূমিকা রাখতে পারে। ’

অন্যদিকে, লেক তার বক্তব্যে তুলে ধরেন, ‘ইউনিসেফের কাছে বার্সেলোনা একটি অনুপ্রেরণা। আমি সম্প্রতি জাতিসংঘের সম্মেলনে টিম ওয়ার্কের উদাহরণ হিসেবে কাতালান ক্লাবটির কথা বলেছি। ’

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।